COVID-19 Vaccine

টিকা-জুজু দেখালেন প্রেসিডেন্ট!

বোলসোনারোর এমন ভিত্তিহীন কথায় বিশ্বের নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠেছে।

Advertisement

সংবাদ সংস্থা

ব্রাসিলিয়া শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ০৪:৩৭
Share:

বোলসোনারোর এমন ভিত্তিহীন কথায় বিশ্বের নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠেছে। ছবি: রয়টার্স।

তিনি নিজে নেবেন না। অন্য কেউ করোনা-টিকা নিক, সেটাও চাইছেন না ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জ়াইর বোলসোনারো! ফাইজ়ারের টিকা নিয়ে রীতিমতো সতর্কবাণী শোনালেন তিনি— ‘‘টিকা নিতে হলে নিজের দায়িত্বে নেবেন। টিকা নেওয়ার পরে মহিলাদের দাড়ি-গোঁফ গজালে, পুরুষের মহিলা কণ্ঠ হলে কিংবা কেউ কুমির বা সুপার হিউম্যান গোছের কিছু হয়ে গেলে কিন্তু সরকার তার দায় নেবে না! এটা গোড়াতেই স্পষ্ট করে দেওয়া ভাল।’’

Advertisement

ব্রাজিলে এই মুহূর্তে ফাইজ়ারের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। তাই বোলসোনারোর এমন ভিত্তিহীন কথায় বিশ্বের নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠেছে। বেশির ভাগই অবশ্য এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ।

বোলসানোরো সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কিছুতেই টিকা নেবেন না। তাঁর যুক্তি— ‘‘আমার তো করোনা হয়েই গিয়েছে। সেরে উঠেছি। অ্যান্টিবডি যখন আছেই, তখন বাইরে থেকে টিকার কি দরকার?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement