দেশ তবু দেশ নয়...
গুগল আর্থ বা গ্লোবে আমরা দেখতে পাই অনেক দেশকেই। কিন্তু, অনেকগুলোকে দেখতেও পাই না। মানচিত্রে ঠাঁই পায়নি এমন অনেক ‘দেশ’ আছে। হয়তো সে দেশে অধিবাসী সংখ্যা অনেক কম। এমন অনেক ‘দেশ’ আছে, যা শুধু একটা ছোট্ট দ্বীপকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সেখানে কোনও জনমানুষই নেই। এক নজরে জেনে নেওয়া যাক তেমনই সাতটি ‘দেশ’-এর কথা, যারা বিভিন্ন কারণে রাষ্ট্রসঙ্ঘের স্বীকৃতি পায়নি।
আরও পড়ুন- তট জুড়ে হাজার হাজার বরফের বল রাখল কে?