ছবি: এক্স থেকে নেওয়া।
জিতলেই মিলবে নতুন অটো। দীপাবলি উপলক্ষে বন্ধুদের সঙ্গে বাজি ধরে জ্বলন্ত শব্দবাজির বাক্সের উপর বসেছিলেন মত্ত যুবক। তবে সেই অটো তাঁর পাওয়া হল না। আতশবাজি ফেটে মৃত্যু হল তাঁর। গত বৃহস্পতিবার বেঙ্গালুরুর কোনানকুন্তে ঘটনাটি ঘটে। মৃত ওই যুবকের নাম শবরীশ (৩২)। পুরো ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীপাবলি উপলক্ষে গত বৃহস্পতিবার কোনানকুন্ত এলাকায় বন্ধুদের সঙ্গে দেখা করেন শবরীশ। সেখানে একসঙ্গে শব্দবাজি ফাটাচ্ছিলেন তাঁরা। হঠাৎ করেই বন্ধুদের সঙ্গে বাজি ধরে বসেন শবরীশ। ঠিক হয়, তিনি যদি একটি শব্দবাজির বাক্সের উপর বসেন, তা হলে তাঁকে উপহার হিসাবে একটি নতুন অটো দেওয়া হবে। রাজি হয়ে যান শবরীশ।
ভাউরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি শব্দববাজির বাক্সের উপর বসেছেন শবরীশ। তাঁর বন্ধুরা কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছেন। কয়েক সেকেন্ড পর প্রচন্ড আওয়াজ করে শব্দবাজি ফাটে। মাটি থেকে খানিক শূন্যে উঠে আবার মাটিতে পড়ে যান তিনি। এক বার উঠে বসার চেষ্টা করেন। কিন্তু পারেননি। মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
বেঙ্গালুরু পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, শবরীশকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই প্রসঙ্গে, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ বেঙ্গালুরু) লোকেশ জাগালাসার বলেছেন, ‘‘এই ঘটনার জন্য মামলা রুজু করা হয়েছে এবং ছ’জনকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে।’’