Somy Ali-Sushant Singh Rajput

সুশান্তের মৃত্যু পরিকল্পিত খুন! কার নাম প্রকাশ্যে আনলেন সলমনের প্রাক্তন সোমি?

সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট বদলে ফেলা হয়েছে। তাতে সাহায্য করেছেন এমসের ময়নাতদন্ত বিভাগের সভাপতি চিকিৎসক সুধীর গুপ্ত!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৩:০১
Share:

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন সোমি আলি। ছবি: সংগৃহীত।

গত দিন কয়েক ধরেই প্রচারের আলো ছিনিয়ে নিয়েছেন সলমন খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি। প্রায় দু’দশক পেরিয়ে গিয়েছে সলমনের সঙ্গে প্রেম ভেঙেছে তাঁর। মাঝে একটা সময় বিদেশেই ছিলেন। কিন্তু দেশে ফিরেই কখনও সলমনের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, কখনও আবার প্রাক্তন প্রেমিকের পক্ষ নিচ্ছেন। এ বার অবশ্য সোমি প্রকাশ্য আনলেন অন্য এক তথ্য।

Advertisement

তিনি দাবি করেছেন, অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে খুন করা হয়েছে, তিনি আত্মহত্যা করেননি। তাঁর ময়নাতদন্তের রিপোর্ট বদলে ফেলা হয়েছে। তাতে সাহায্য করেছেন এমসের ময়নাতদন্ত বিভাগের সভাপতি চিকিৎসকর সুধীর গুপ্ত। তিনি নাকি সবটা জানেন।

সম্প্রতি অনুরাগীদের সঙ্গে ‘আস্ক মি এনিথিং সেশন’ অর্থাৎ অনুরাগীদের সঙ্গে প্রশ্ন উত্তর খেলায় মাতেন তিনি। সেখানে একজন তাঁকে জিজ্ঞেস করেন সুশান্ত সিংহের মৃত্যু নিয়ে তাঁর কী মত। তাতেই সোমি বলেন, “ওকে খুন করে আত্মহত্যা দেখানো হয়েছে। আপনারা এমসের চিকিৎসক সুধীর গুপ্তকে প্রশ্ন করুন না। কে পাল্টে দিল ওঁর ময়নাতদন্তের রিপোর্ট?”

Advertisement

২০২০ সালে সুশান্তের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর নাকি একটি বোর্ড গঠন হয়। সেখানেই ছয় সদস্যের চিকিৎসক দল অভিনেতার শ্বাসরুদ্ধ হয়ে কিংবা বিষক্রিয়ায় মৃত্যুর এই তত্ত্ব উড়িয়ে দেন সেই সময়। সুধীর গুপ্ত সেই সময় জানিয়েছিলেন, অভিনেতার শরীরে আঘাতের চিহ্ন বা শ্বাসরোধ করে মৃত্যুর কোন রকম চিহ্ন পাননি। এটি আত্মহত্যার ঘটনা। প্রায় চার বছর কেটে গিয়েছে অভিনেতার মৃত্যু হয়েছে। এক সময় অভিনেতার অনুরাগীরা তাঁর মৃত্যুর বিচার চেয়ে পথেও নামেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই দ্রোহ এখন অনেকটা স্তিমিত। যদিও বিচার অপেক্ষায় এখনও বসে আছেন সুশান্তের বাবা ও দিদিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement