ছবি সংগৃহীত।
বিমানবাহী মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস থিয়োডোর রুসভেল্ট বর্তমানে প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে নোঙর করা রয়েছে। এক অর্থে কোয়রান্টিনই। জাহাজের প্রায় পাঁচ হাজার নাবিক-কর্মীর মধ্যে ৯৩ জন করোনা-আক্রান্ত। তাই পরবর্তী সংক্রমণ ঠেকাতে জাহাজ খালি করে কর্মীদের আইসোলেশনে পাঠানোর আর্জি জানিয়ে গত রবিবার মার্কিন নৌবাহিনীকে চিঠি লিখেছিলেন জাহাজটির উদ্বিগ্ন ক্যাপ্টেন ব্রেট ক্রোজ়িয়ার। সেই ‘অপরাধে’ গতকাল ওই ক্যাপ্টেনকে ছেঁটেই ফেলল মার্কিন নৌবাহিনী। ক্যাপ্টেনের ‘চেন অব কমান্ড’ ভঙ্গের অভিযোগে সরব হয়েছে মার্কিন কংগ্রেসের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিও।
বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সচিব টমাস মোডলি বলেন, “চিঠিটি শুধু আমাদের নয়, আরও ২০-৩০ জনকে পাঠানো হয়েছিল। তথ্য বিনিময়ের ক্ষেত্রে এ ভাবে অসুরক্ষিত নেটওয়ার্ক ব্যবহার করার কথাই নয়। এমন ভাবে বিষয়টি তুলে ধরা হয়েছিল, যেন জাহাজে কর্মীদের জন্য সরকার বা বাহিনী কিছুই করছে না! এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য ছেঁটে ফেলা হয়েছে ক্যাপ্টেনকে।’’ সূত্রের খবর, ক্যাপ্টেনের চিঠি একটি সংবাদমাধ্যমে প্রকাশের পরেই এমন চূড়ান্ত পদক্ষেপের সিদ্ধান্ত নেয় বাহিনী। বাহিনীই জানাচ্ছে, পরমাণুবিদ্যুৎ-চালিত ওই যুদ্ধজাহাজ থেকে প্রায় ১০০০ নাবিককে সরিয়ে নেওয়া হয়েছে।