International news

এ বার বাংলাদেশেও হানা দিল করোনাভাইরাস, আক্রান্ত তিন

এঁদের মধ্যে রয়েছেন ইতালি থেকে আসা দুই বাংলাদেশি ও তাদের সংস্পর্শে আসা আরও এক জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২০ ১৬:২৬
Share:

মাস্ক পরে রয়েছেন যাত্রীরা। ছবি: এএফপি।

এ বার বাংলাদেশেও শনাক্ত হলেন করোনাভাইরাস আক্রান্ত রোগী। ইতিমধ্যেই শনাক্ত হয়েছেন তিন জন। এঁদের মধ্যে রয়েছেন ইতালি থেকে আসা দুই বাংলাদেশি ও তাঁদের সংস্পর্শে আসা আরও এক জন।

Advertisement

নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে তাদের শরীরে এই ভাইরাসের উপস্থিতি সম্বন্ধে নিশ্চিত হওয়া গিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

রবিবার বিকেলে এ খবর জানান ফ্লোরা। আক্রান্তদের মধ্যে একজন মহিলা, দু’জন পুরুষ। তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়া তিন জনের বাইরে আরও তিন জনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। আক্রান্ত ও কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিদের সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: কেরলে করোনায় আক্রান্ত একই পরিবারের পাঁচ জন, দেশে আক্রান্ত বেড়ে ৩৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement