Internatonal News

উন্নয়নশীল দেশগুলির মধ্যে মন্দায় কম ক্ষতি হবে ভারত-চিনের অর্থনীতির, বলছে রাষ্ট্রপুঞ্জ

সমীক্ষায় বলা হয়েছে, ‘‘অভূতপূর্ব পরিস্থিতির মোকাবিলায় অভূতপূর্ব এই পুনরুজ্জীবন প্যাকেজ অর্থনীতির এই ধাক্কা সাময়িক ভাবে কাটিয়ে ওঠা যাবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২০ ১৪:০৭
Share:

প্রতীকী ছবি।

করোনাভাইরাস সংক্রমণের জেরে যা মনে করা হচ্ছিল, তার চেয়েও বড় মন্দা আসতে চলেছে বিশ্ব অর্থনীতিতে। তবে এই বিরাট ধাক্কা থেকে বাদ পড়তে পারে ভারত ও চিনের অর্থনীতি। রাষ্ট্রপুঞ্জের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভলপমেন্ট (ইউএনসিটিএডি)-র নয়া বিশ্লেষণে উঠে এসেছে এই তথ্য। মন্দার কোপে সবচেয়ে বেশি পড়বে উন্নয়নশীল দেশগুলির অর্থনীতি, বলা হয়েছে সমীক্ষায়। সব মিলিয়ে ক্ষতি হতে পারে ২ থেকে ৩ লক্ষ কোটি মার্কিন ডলার। তার জন্য উন্নয়নশীল সব দেশ মিলিয়ে অন্তত আড়াই লক্ষ কোটি মার্কিন ডলারের পুনরুজ্জীবন প্যাকেজ ঘোষণা করা দরকার বলেও মত প্রকাশ করা হয়েছে নতুন এই সমীক্ষায়।

Advertisement

‘দ্য কোভিড-১৯ শক টু ডেভলপিং কান্ট্রিজ’ নামে রাষ্ট্রপুঞ্জের ওই রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের দুই তৃতীয়াংশ মানুষ বসবাস করা উন্নয়নশীল দেশগুলিতে আর্থিক মন্দার প্রভাব সব চেয়ে বেশি পড়বে। রিপোর্টে বলা হয়েছে, ‘‘এ বছর লাখ লাখ কোটি ডলারের ক্ষতি হওয়ার সম্ভাবনা। চিন ও ভারত বাদে এটা উন্নয়নশীল দেশগুলির পক্ষে মারাত্মক হবে। কী কারণে চিন এবং ভারতে প্রভাব কম পড়বে, সে বিষয়ে স্পষ্ট করা হয়নি ওই সমীক্ষায়।

তবে অর্থনীতিবিদরা বলছেন, চিন থেকে করোনাভাইরাসের উৎপত্তি হলেও শুধুমাত্র হুবেই প্রদেশের মধ্যে সংক্রমণ বেঁধে রাখতে পেরেছে চিন। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে বলেও দাবি করেছে বেজিং। অন্য দিকে ভারতে এখনও পর্যন্ত করোনার সংক্রমণ ব্যাপক আকার নেয়নি। এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণের নজিরও মেলেনি। আবার ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ কোটি ৭০ লক্ষের আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন, রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক, তিন মাসের ইএমআই স্থগিত হয়েছে। অর্থনীতিবিদদের মতে, এই সব কারণেই এই দুই দেশের অর্থনীতি অন্য উন্নয়নশীল দেশগুলির মতো খারাপ পরিস্থিতিতে পৌঁছবে না।

Advertisement

আরও পড়ুন: দিল্লির নিজামউদ্দিনের জমায়েতে যোগ দেওয়া অন্তত সাত জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

আরও পড়ুন: মৃতের সংখ্যা ৩৮ হাজার ছুঁইছুঁই, করোনার কবলে গোটা বিশ্ব

কিছু দিন আগেই রাষ্ট্রপুঞ্জ জানিয়েছিল, উন্নত ২০টি দেশ (জি-২০) মিলে মোট ৫ লক্ষ কোটি মার্কিন ডলারের প্যাকেজ ঘোষণা করতে পারে। সেই বিষয়টি উল্লেখ করে নতুন সমীক্ষায় বলা হয়েছে, ‘‘অভূতপূর্ব পরিস্থিতির মোকাবিলায় অভূতপূর্ব এই সাড়া অর্থনীতির এই ধাক্কাকে বস্তুগত ও মানসিক দিক থেকে সাময়িক ভাবে কাটিয়ে ওঠা যাবে।’’ তবে নতুন সমীক্ষায় এ কথাও বলা হয়েছে যে, এখনও এই সব পুনরুজ্জীবন প্যাকেজের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। জানা সম্ভব হলে চিত্রটা আরও স্পষ্ট হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement