Coronavirus

দৈনিক সংক্রমণ লক্ষ ছাড়ানোর ভয় আমেরিকায়

সংক্রমণের বিচারে প্রথম দশে না থাকলেও পোল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এক মাসেরও কম সময়ের মধ্যে সে দেশে করোনা-আক্রান্তের সংখ্যা তিন গুণ হয়েছে। মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি।       

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ০৩:৩৮
Share:

ছবি: রয়টার্স।

কোভিডের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে আমেরিকার আরও দু’বছর লাগতে পারে বলে জানালেন ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজ়িস’-এর প্রধান অ্যান্টনি ফাউচি। এ দিকে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সে দেশে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন আমেরিকার খাদ্য ও ওষুধ সুরক্ষা সংক্রান্ত বিভাগের প্রাক্তন কমিশনার স্কট গ্যালিব। তিনি বলেছেন, ‘‘আগামী দু-এক সপ্তাহের মধ্যে প্রতি দিন আক্রান্ত ১ লক্ষ পেরিয়ে যাবে।’’ তাঁর মতে, সাধারণ মানুষের অসচেতন আচরণের কারণেই এই পরিস্থিতি। সংক্রমণের নিরিখে শীর্ষে থাকা আমেরিকায় গত সাত দিন ধারাবাহিক ভাবে দৈনিক সংক্রমিত হয়েছেন ৭৪ হাজারের বেশি মানুষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement