Coronavirus

করোনাভাইরাস মানুষের তৈরি নয়, জানিয়ে দিল মার্কিন গোয়েন্দা বিভাগ

করোনার সংক্রমণ ছড়ানোর পর পরই জল্পনা ছড়ায় ভাইরাসটি মানুষের তৈরি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মে ২০২০ ১৪:৪৫
Share:

ফাইল চিত্র।

চিনের উহানের ল্যাবে নোভেল করোনাভাইরাস তৈরি হয়েছে বলে যে জল্পনা ছড়িয়েছে, এ বার তা নস্যাত্ করে দিল খোদ আমেরিকার গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার তারা জানিয়ে দিল, মানুষের তৈরি নয় এই ভাইরাস।

Advertisement

এক বিবৃতিতে আমেরিকার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স জানিয়েছে, দেশের গোটা গোয়েন্দা বিভাগ পরিস্থিতির উপর নজর রেখেছে। বিজ্ঞানসম্মত ভাবে ভাইরাসটি নিয়ে তথ্য সংগ্রহ করার পর জানা গিয়েছে কোভিড-১৯ মানুষের তৈরি নয় বা জিনগত ভাবে কোনও পরিবর্তন ঘটানো হয়নি।”

গোটা বিশ্বে সংক্রমণ ছড়ানোর পরই চিনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জন্য চিনকে ক্ষতিপূরণও দিতে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের সেই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই মার্কিন গোয়েন্দা বিভাগ এমন তথ্য তুলে ধরেছে। সোমবার ট্রাম্প বলেছিলেন, বেজিং ভাইরাসটি নিয়ে তথ্য গোপন করেছে। যার জেরে গোটা বিশ্বে ৩২ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লক্ষ ২৭ হাজার মানুষের। এবং এর জন্য সম্পূর্ণ দায়ী চিন।

Advertisement

আরও পড়ুন: হু চিনের জনসংযোগ সংস্থা, ফের তোপ ট্রাম্পের

আরও পড়ুন: হারাতে চায় চিন, নতুন দাবি ট্রাম্পের

করোনার সংক্রমণ ছড়ানোর পর পরই জল্পনা ছড়ায় ভাইরাসটি মানুষের তৈরি। গত ৮ এপ্রিল প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় দেখা গিয়েছে, ২৯ শতাংশ মার্কিন নাগরিক বিশ্বাস করেন ভাইরাসটি ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। কিন্তু সেই দাবির পোক্ত কোনও প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি।

তার পরই বৃহস্পতিবার আমেরিকার ‘অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এত দিন ধরে তদন্ত করে এই সিদ্ধান্তে এসেছে যে, করোনাভাইরাস মানুষের তৈরি নয় বা জিনগত ভাবে এর কোনও পরিবর্তন ঘটানো হয়নি। যদিও ভবিষ্যতেও গোয়েন্দারা এই ভাইরাসের উত্স নিয়ে তদন্ত করে যাবেন বলে জানানো হয়েছে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement