Coronavirus in world

টম হ্যাঙ্কসের কাছ থেকে চিঠি, উপহার পেল আট বছরের করোনা

আমেরিকায় ফেরার পর একটি চিঠি পান টম হ্যাঙ্কস। সেখানে তাঁকে ও রিটাকে উদ্দেশ করে লেখা ছিল, “আমি খবরে শুনলাম আপনি ও আপনার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। আপনারা ঠিক আছেন তো?” নীচে নাম লেখা, করোনা দে ভ্রিয়েস।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ২০:০০
Share:

টম হ্যাঙ্কস। ফাইল চিত্র।

হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রিটা উইলসন কেমন আছেন তা খোঁজ নিয়ে চিঠি লিখেছিল করোনা। এবার করোনাকে পাল্টা চিঠি দিলেন হলিউড টম। সেই সঙ্গে করোনার জন্য একটি উপহারও পাঠালেন এই হলিউড অভিনেতা।

Advertisement

আসলে মার্চে টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রীর করোনা সংক্রমণ ধরা পড়ে, তাঁরা তখন অস্ট্রেলিয়ায় ছিলেন। অস্ট্রেলিয়ার কুইন্স হসপিটালে ভর্তি থাকেন দু’ সপ্তাহ। করোনা মুক্ত হওয়ার পর তাঁরা আমেরিকায় ফেরেন।

আমেরিকায় ফেরার পর একটি চিঠি পান টম হ্যাঙ্কস। সেখানে তাঁকে ও রিটাকে উদ্দেশ করে লেখা ছিল, “আমি খবরে শুনলাম আপনি ও আপনার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। আপনারা ঠিক আছেন তো?” নীচে নাম লেখা, করোনা দে ভ্রিয়েস। করোনা একটি টিভি চ্যানেলকে জানিয়েছে, “আমার নিজের নাম খুব পছন্দের। কিন্তু এখন স্কুলের সবাই আমাকে করোনাভাইরাস বলে ডাকে। এতে আমার খুব রাগ, বিরক্তি হয়।”

Advertisement

আরও পড়ুন: সে দিন বাবা ঘুম থেকে তুলে ‘সচিন ঝড়’ দেখিয়েছিলেন আজকের এই ক্রিকেটারকে

আসলে এই করোনা দে ভ্রিয়েস আট বছরের এক শিশু। সে টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রীকে চিঠি লেখে। যার উত্তরও দিয়েছেন টম। উত্তরে টম লিখেছেন, “তোমার চিঠি আমার ও আমার স্ত্রীর খুব ভাল লেগেছে। আমি এখন থেকে তোমার বন্ধু।” এমনকি ওই শিশুকে করোনা ব্র্যান্ডের একটি টাইপরাইটারও উপহার দিয়েছেন টম। সে প্রসঙ্গে টম লিখেছেন, “এই টাইপরাইটার দিয়ে তুমি আমাকে আরও চিঠি দিও।”

আরও পড়ুন: করোনা আক্রান্ত মায়ের সঙ্গে ভিডিয়ো কলে দেখা ৬ দিনের শিশুর

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement