রোম থেকে ভারতীয় পড়ুয়াদের নিয়ে দিল্লি বিমানবন্দরে পৌঁছল এয়ার ইন্ডিয়ার একটি বিমান।—ছবি পিটিআই।
আজ রাত থেকে দেশ জুড়ে বন্ধ হয়ে যাচ্ছে আন্তর্জাতিক বিমান চলাচল। তার আগে, রবিবার সকালে করোনা-বিধ্বস্ত ইটালি থেকে ২৬৩ জন ভারতীয়কে নিয়ে দিল্লি বিমানবন্দর ছুঁল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এয়ার ইন্ডিয়া ১১২২ নম্বরের ওই বিমানটি আজ সকাল ৯টা ১৫ নাগাদ রোম থেকে দিল্লিতে পৌঁছয়। এই ২৬৩ জনের অধিকাংশই পড়ুয়া। যাত্রীদের বিমানের বিশেষ টারম্যাক দিয়ে বার করে সোজা রাজধানীর আইটিবিপি কোয়রান্টিন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে।
এই মুহূর্তে করোনাভাইরাস কবলিত ইটালিতে মৃত্যুর সংখ্যা চিনের চেয়েও বেশি। ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা। গত বুধবারই ইটালির ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৩০০ জন ভারতীয় পড়ুয়া রোম ও তার সংলগ্ন এলাকায় আটকে পড়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে তাঁদের দেশ ফিরিয়ে আনতে কেন্দ্রের কাছে অনুরোধ করা হয়। সেই মতো শুরু হয় প্রক্রিয়া। এর আগে ইটালির মিলানে আটকে ২১৮ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।