করোনা পজিটিভ রেজওয়ানা চৌধুরী বন্যা সুস্থই আছেন। —ফাইল চিত্র
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তবে শারীরিক ভাবে সুস্থ রয়েছেন বলে তিনি নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন। বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে কী ভাবে সংক্রমণ হয়েছে সঙ্গীতশিল্পীর, তা নিয়ে এখনও নিশ্চিত নন তিনি বা তাঁর পরিবারের লোকজন।
জানা গিয়েছে, সপ্তাহ দু’য়েক আগে করোনায় আক্রান্ত হয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘‘গত ১০ জুন আমি করোনার পরীক্ষা করিয়েছিলাম। ১২ জুন সেই পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ এসেছিল। এখন শারীরিক অবস্থা খুব ভাল। দু’-এক দিনের মধ্যে ফের টেস্ট করবেন চিকিৎসকরা। আশা করি, করোনা ‘নেগেটিভ’ আসবে।’’
সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাান ‘স্বাধীনতা পুরস্কার’ পেয়েছেন রেজওয়ানা। শুধু বাংলাদেশেই নয়, এ পার বংলাতেও তিনি সমান জনপ্রিয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’ পুরস্কারেও সম্মানিত হয়েছেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসনের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তাঁর রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারা’ বাংলাদেশের প্রসিদ্ধ সংগীত প্রতিষ্ঠান।
সংক্রমণ গুরুতর নয় বলেই চিকিৎসকরা তাঁকে বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছিলেন। সেই অনুযায়ী বাড়িতে থেকেই তাঁর চিকিৎসা চলছে। সংবাদমাধ্যমে রেজওয়ানা বলেছেন, ‘‘ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাস্থ্যবিধি মেনে বাসায় থাকছি এবং আক্রান্তের তিন থেকে চার দিন পরেই শারীরিক ভাবে সুস্থ বোধ করি। এখন আর কোনও ধরনের করোনা উপসর্গ আমার মধ্যে নেই। আমি এখন বেশি ভাল আছি। তবে, বুধবার চূড়ান্ত রিপোর্ট পাব। তার আগেই আমি অনেকটা সংশয়মুক্ত। ভয় কেটে গিয়েছে।’’
আরও পডু়ন: আক্রান্ত ছাড়াল সওয়া চার লক্ষ, ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৪৪৫ জনের
আরও পড়ুন: ‘খান’দানি প্রতিশোধ? অভিনব কশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করছেন আরবাজ