ডোনাল্ড ট্রাম্প। ফাইল চিত্র।
করোনা- হানায় বিধ্বস্ত আমেরিকা। রোজই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় দেশবাসীকে পথ দেখানোর বদলে নিজের ঢাক পেটাতেই ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে হু-র অনুদান ছাঁটাইয়েরও ইঙ্গিত দিয়ে রাখলেন।
কয়েক দিন ধরে ট্রাম্প নিয়মিত টিভির পর্দায় আসছেন জাতির উদ্দেশে ভাষণ দিতে। যেখানে বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়ার কথা, সেখানে মঞ্চের আলো কাড়ছেন ট্রাম্প।
ঘণ্টাখানেকের সেই শো অবশ্য সফল। যদিও কোনও দিশা দেখাতে পারেননি ট্রাম্প। করোনা পরিস্থিতি সামাল দেওয়া বা গত কয়েক দিনে আমেরিকায় কাজ হারানো লক্ষ লক্ষ বেকারকে কোনও সদর্থক বার্তা দিতে পারেননি তিনি। দেশবাসীকে অবশ্য বিনোদনে বঞ্চিত করেননি ট্রাম্প। সাংবাদিকদের প্রতি আরও আক্রমণাত্মক হয়ে উঠেছেন তিনি। কয়েকটি বিশেষ সংস্থা ছাড়া সংবাদমাধ্যমের একটা বড় অংশের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কখনও খুব একটা মধুর বলে শোনা যায়নি। করোনা-আবহে সেই তিক্ততা আরও বেড়েছে। এমনকি, ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়ছেন না প্রেসিডেন্ট।
করোনা-আবহে পারস্পরিক দূরত্ব বজার রেখে অল্প কয়েক জন সাংবাদিককে নিয়ে ঘরোয়া বৈঠক করেছিলেন ট্রাম্প। তাঁকে প্রশ্ন করেছিলেন একটি মার্কিন সংবাদমাধ্যমের সাংবাদিক জোনাথন কার্ল। ট্রাম্প অবশ্য উত্তর দেওয়ার প্রয়োজনই বোধ করেননি। উল্টে কার্লকে বলেছেন, ‘‘আপনি খুবই খারাপ সাংবাদিক। আপনি অপমান করছেন।’’ কাউকে বলেছেন ‘খারাপ, ভয়ঙ্কর’, কাউকে আবার হুমকির সুরে বলেছেন, ‘ভয় দেখাবেন না।’ তবে প্রিয় চ্যানেল ও পছন্দের সাংবাদিকেরা ট্রাম্পকে হতাশ করেননি। বিপদের দিনেও প্রশ্নোত্তর পর্বে প্রেসিডেন্টকে নেটফ্লিক্সের সিরিজ় নিয়ে প্রশ্ন করে চমকে দিয়েছেন অন্য সাংবাদিক এমনকি ট্রাম্পের সহকারীদেরও। হেসে জবাব দিয়ে সহজ বলে ছক্কা হাঁকিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পও।