International News

করোনা ঢুকে পড়ল সৌদি রাজ পরিবারে? ১৫০ সদস্যের সংক্রমণের সম্ভাবনা

রিয়াধের গভর্নর তথা রাজপুত্র ফয়সাল বিন বন্দর বিল আবদুলাজিজ আল সৌদ ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি।

Advertisement

সংবাদ সংস্থা

রিয়াধ শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২০ ০০:৩৪
Share:

রাজা সলমন ও রাজপুত্র মহম্মদ বিন সলমন। —ফাইল চিত্র

করোনাভাইরাসের সংক্রমণ এ বার ছড়িয়ে পড়ল সৌদি আরবের রাজ পরিবারে। রিয়াধের গভর্নরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। নিজরাই আইসোলেশনে গিয়েছেন রাজা সলমন এবং রাজপুর মহম্মদ বিন সলমন। সব মিলিয়ে রাজ পরিবারের ১৫০ জন আক্রান্ত হতে পারেন বলে একটি মার্কিন সংবাদমাধ্যমের খবর। জরুরি ভিত্তিতে রাজ পরিবারের জন্য ৫০০ বেড তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

সৌদি রাজ পরিবারে প্রথম উদ্বেগ ছড়ায় রিয়াধের গভর্নর তথা রাজপুত্র ফয়সাল বিন বন্দর বিল আবদুলাজিজ আল সৌদকে নিয়ে। জ্বর, সর্দি-কাশি সব করোনার প্রায় সব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন বছর সত্তরের আবদুলাজিজ। তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করে চিকিৎসা চলছে বলে মার্কিন দৈনিক ‘নিউইয়র্ক টাইমস’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে। যদিও সৌদি রাজ পরিবারের তরফে এ নিয়ে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি।

তবে হাসপাতালের তথ্য ও রাজপরিবারের একাধিক সূত্র সূত্র উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমসের দাবি, রাজা সলমন ও রাজপুত্র মহম্মদ বিন সলমন ‘সেল্ফ আইসোলেশন’ গিয়েছেন। ৮৪ বছরের রাজা রয়েছেন জেড্ডার কাছে একটি দ্বীপে ঘরবন্দি রয়েছেন। রাজপুত্র সলমন রয়েছেন লোহিত সাগগর উপকূলের একটি নিভৃত স্থানে। তবে রাজ পরিবারের সূত্রে খবর, এখনও রাজ পরিবারের দূর সম্পর্কের সদস্যদের মধ্যেই করোনার সংক্রমণ ছড়িয়েছে। মূল রাজ পরিবারে এখনও সংক্রমণের খবর নেই।

Advertisement

সৌদি রাজ পরিবারের সদস্যদের চিকিৎসা করা হয় কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে। ওই হাসপাতালে সৌদি প্রশাসনের পক্ষ থেকে পাঠানো একটি ‘হাই অ্যালার্ট’ উদ্ধৃত করে নিউইউয়র্ক টাইমসের দাবি, ৫০০টি বেড তৈরি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। যদ দ্রুত সম্ভব সংক্রামক রোগীদের সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। তার পর থেকেই রোগী সরানোর কাজ শুরু হয়েছে বলে খবর।

আরও পড়ুন: ‘মৃতদেহ গোনা ছেড়ে দিয়েছি’, অচেনা নিউইয়র্কের ভয়াল বিবরণ তরুণীর

ওই বার্তার বক্তব্য, ‘‘আমরা জানি না, কত সংখ্যক রোগী আসতে পারে, কিন্তু অত্যন্ত সতর্ক থাকুন।’’ ‘‘যত দ্রুত সম্ভব সমস্ত সংক্রামক রোগীকে সরিয়ে ফেলতে হবে’’ এবং ‘‘অত্যন্ত সঙ্কটজনক ছাড়া কোনও রোগী ভর্তি করা যাবে না’’ —এমন নির্দেশও রয়েছে ওই বার্তায়।

আরও পডু়ন: ২৪ ঘণ্টায় সংক্রমিত আরও ৫৯১ জন, করোনা আক্রান্ত মোট ৫৮৬৫, মৃত্যু ১৬৯ জনের

সৌদি আরবের রাজ পরিবারে রয়েছে প্রায় ১৫০০ সদস্য। তার মধ্যে আবার হাজার খানেক রাজপুত্র। তাঁরা মাঝে মধ্যেই ইউরোপের বিভিন্ন দেশে যাতায়াত করেন। তাঁদের কারও মাধ্যমেই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। অন্য দিকে সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৩০০০ মানুষ। মৃত্যু হয়েছে ৪০ জনেরও বেশি। মরুর দেশ সৌদি আরবেই রয়েছে মুসলিম সম্প্রদায়ের দুই তীর্থক্ষেত্র মক্কা ও মদিনা। সেখানে প্রায় সারা বছর দেশি-বিদেশিদের ভিড় লেগেই থাকে। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে দুই শহরে সমস্ত ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এ বছর জুলাইয়ে রয়েছে হজযাত্রা। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ ওই সময় সৌদি আরবে যান। এ বছরের হজ কর্মসূচি নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। অন্য দিকে দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতের উপর নিয়ন্ত্রণ জারি হয়েছে। পাঁচটি গুরুত্বপূর্ণ শহরে জারি হয়েছে ২৪ ঘণ্টার লকডাউন।

অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement