প্রতীকী চিত্র।
ফের আতঙ্কের সুর তাঁর মুখে। আমেরিকার করোনা-প্রতিরোধ দলের প্রধান অ্যান্টনি ফাউচি আবারও বললেন, ‘‘বড়সড় বিপদে রয়েছে দেশ।’’ শুক্রবার এক দিনে ৪০ হাজার সংক্রমিত হয়েছেন। মৃতের সংখ্যাও ঊর্ধ্বগামী। দু’মাস পরে আজ ছিল হোয়াইট হাউস টাস্ক ফোর্সের প্রথম বৈঠক। সেখানেই ফাউচি বলেন, ‘‘একমাত্র পথ— আমাদের সবাইকে এক সঙ্গে একে শেষ করতে হবে।’’
করোনা-সংক্রমণ বিষয়ক সমন্বয়কারী দলের অন্যতম ডেবরা ব্রিক্স বলেন, ‘‘এত দিন আমরা সবাইকে ঘরে থাকতে বলছিলাম, এ বার বলছি সবাই পরীক্ষা করান।’’ তাঁর কথায়, ‘‘এতে যাদের কোনও উপসর্গ নেই, কিংবা রোগের সামান্য লক্ষণ দেখা দিয়েছে, তাঁরাও চিহ্নিত হয়ে যাবেন।’’ ব্রিক্সের পরে ফাউচিও বলেন, ‘‘আপনারা দেখতেই পাচ্ছেন, বড়সড় সমস্যার মধ্যে আমরা রয়েছি। দেশের একটা অংশ এখন যে ভাবে ভুগছে, অন্য এলাকাগুলোতেও এর পরে তাই দেখা যাবে।’’
শনিবার সারা বিশ্বে সংক্রমণ এক কোটি ছাড়াল। মৃত্যুও প্রায় ৫ লক্ষ ছুঁয়েছে। আজ ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, শীঘ্রই ‘নিরাপদ দেশের’ তালিকা প্রকাশ করবে তারা। এই সব দেশের বাসিন্দাদের ইউরোপে ঢোকার অনুমতি দেওয়া হবে। সম্ভবত আগামী সপ্তাহ থেকেই। এই তালিকায় আমেরিকার নাম যে থাকবে না, তা এক প্রকার নিশ্চিত। ব্রাজিল, ভারত বা রাশিয়ার নামও এই তালিকায় থাকবে না বলেই মনে করা হচ্ছে।