অ্যালেক্সি নাভালনি। —ফাইল চিত্র
রুশ বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ দেওয়া হয়নি বলে দাবি করলেন সাইবেরিয়ার হাসপাতালের চিকিৎসকেরা। তবে বার্লিনের হাসপাতালের চিকিৎসকেরা আজই দাবি করেছেন, নাভালনির শরীরে বিষের অস্তিত্ব মিলেছে।
গত বৃহস্পতিবার মাঝপথে বিমানের জরুরি অবতরণ করিয়ে যে হাসপাতালে অ্যালেক্সির প্রাথমিক চিকিৎসা করানো হয়, সেখানকার চিকিৎসকদের দাবি, তাঁদের উপরে ক্রেমলিনের কোনও চাপ ছিল না। তাঁরা অ্যালেক্সির প্রাণ বাঁচিয়েছেন। তবে তাঁর শরীরে বিষের প্রমাণ পাওয়া যায়নি। যদিও জার্মানির বার্লিনের যে হাসপাতালে বর্তমানে রুশ নেতার চিকিৎসা চলছে, সেখানকার চিকিৎসকেরা সম্পূর্ণ উল্টো কথা বলেছেন। তাঁদের দাবি, নাভালনির দেহে বিষের চিহ্ন মিলেছে, তবে তিনি এখন বিপন্মুক্ত।