US

ভিসা বাতিল নিয়ে নয়া দ্বন্দ্ব

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান আজ এক সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বলেছেন, ‘‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।’’

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ০৩:৫৬
Share:

—প্রতীকী চিত্র।

ভিসা বাতিলকে কেন্দ্র করে আরও একবার সরাসরি দ্বন্দ্বের পথে আমেরিকা ও চিন। গত মে মাসে আমেরিকার ‘বৌদ্ধিক সম্পত্তি’ চুরির অভিযোগে এক হাজারেরও বেশি চিনা ছাত্র-ছাত্রী ও গবেষকের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কাল সেই সিদ্ধান্তই বহাল রাখার কথা জানিয়েছে মার্কিন বিদেশ দফতর। তার পরেই আজ ক্ষুব্ধ বেজিং নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে।

Advertisement

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান আজ এক সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বলেছেন, ‘‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।’’ একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে জাতি-বিদ্বেষের অভিযোগও তুলেছে বেজিং। ট্রাম্প অভিযোগ করেছিলেন, ওই সব চিনা ছাত্রছাত্রী ও গবেষক মার্কিন তথ্য চুরি করে চিনা সেনাকে সরবরাহ করছেন।

গত কাল ভিসা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে মার্কিন বিদেশ দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ‘যে সব চিনা ছাত্রছাত্রী তাদের দেশের সামরিক বাহিনীকে আমেরিকার তথ্য সরবরাহ করবেন না, তাঁরা এ দেশে স্বাগত’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement