রবিবার নেপালে বিমান দুর্ঘটনায় ৭২ জনের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত।
নেপালে বিমান দুর্ঘটনার তত্ত্বতালাশ
রবিবার নেপালে বিমান দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে। কাঠমাণ্ডু থেকে পোখরাগামী ওই বিমানে মোট ৭২ জন সওয়ারি ছিলেন। এই দুর্ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে নেপাল সরকার। আজ, সোমবার নজর থাকবে এই খবরের দিকে।
ঝালদা পুরসভায় চেয়ারম্যান নির্বাচন
কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো আজ ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচন রয়েছে। পুরুলিয়ার জেলাশাসককে এই নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করার নির্দেশ দিয়েছে আদালত। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।
বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস অবরোধের ঘটনার তদন্তে বারের সদস্যরা হাই কোর্টে
বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস অবরোধের ঘটনার তদন্তে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ৩ সদস্য আজ কলকাতা হাই কোর্টে আসবেন। হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং আইনজীবীদের সঙ্গে তাঁরা কথা বলবেন। নজর থাকবে এই দিকেও।
রাজ্যের মহার্ঘ ভাতা মামলার শুনানি সুপ্রিম কোর্টে
আজ ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চে হবে শুনানি। প্রায় এক মাস পর মামলাটি শুনানি জন্য উঠছে। আদালত কোনও নির্দেশ দেয় কি, না সে দিকে নজর থাকবে।
এসএসকেএমে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী
আজ এসএসকেএম হাসপাতালে একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর নাগাদ এই প্রকল্পগুলি তাঁর উদ্বোধন করার কথা। চিকিৎসা পরিষেবা উন্নতির জন্য নতুন কী কী সুবিধা নিয়ে আসছে সরকার নজর থাকবে সে দিকে।
সাগরদিঘিতে মমতার প্রশাসনিক সভা
আজ মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের ধুমারপাহাড়ে একটি প্রশাসনিক সভায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকে বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে প্রকল্পগুলির সুবিধা তুলে দেওয়া হবে। পাশাপাশি, একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। এ ছাড়া সাগরদিঘি বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী নাম ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় কর্মসমিতির দু’দিনের বৈঠক শুরু
আজ থেকে দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় কর্ম সমিতির বৈঠক রয়েছে। মঙ্গলবারও এই বৈঠক হওয়ার কথা। বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নড্ডা-সহ গেরুয়া শিবিরের আরও অনেক নেতার এই বৈঠকে থাকবেন। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।
ভারতীয় ক্রিকেট দলের খবর
টি-টোয়েন্টি এবং এক দিন - শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই সিরিজ জিতে নিয়েছে ভারত। শ্রীলঙ্কার পর এ বার ভারত সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী বুধবার থেকে তাদের বিরুদ্ধে নামবেন বিরাট কোহলীরা। তার আগে ভারতীয় ক্রিকেট দলের খবরের দিকে নজর থাকবে।
শীতে কাবু উত্তর ভারত
মকর সংক্রান্তিতে বাংলার তাপমাত্রা বাড়লেও কড়া শীতের হাত থেকে রেহাই নেই উত্তর ভারতের রাজ্যগুলির। উত্তরপ্রদেশ, দিল্লি এবং পঞ্জাবের অনেক জায়াগায় তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছে। রাজধানী দিল্লির তাপমাত্রা পাহাড়ি শহরগুলোর সঙ্গে টেক্কা দিচ্ছে। এই অবস্থায় আজ সেখানকার আবহাওয়ার খবরের দিকে নজর থাকবে।
রাজ্যের আবহাওয়া কেমন?
মকর সংক্রান্তির পর রাজ্যের তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, আবার কনকনে ঠান্ডার কবলে পড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আজ থেকে পারদ নামতে শুরু করবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।
জোশীমঠের পরিস্থিতি
গত সপ্তাহে উত্তরাখণ্ডের পাহাড়ি জনপদ জোশীমঠের বিভিন্ন বাড়ি, হোটেলে ফাটল দেখা দেয়। এর ফলে ক্ষতিগ্রস্ত প্রায় ৭০০-রও বেশি পরিবার। জোশীমঠ বসবাসের উপযুক্ত নয় বলে জানিয়েছে সে রাজ্যের প্রশাসন। বেশি ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। অন্য দিকে, জোশীমঠ বাঁচাতে সমীক্ষা শুরু করেছে কেন্দ্র।
করোনা পরিস্থিতি
চিনে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যা নিয়ে উদ্বিগ্ন ভারতও। এ দেশে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, এই আশঙ্কায় আগাম ব্যবস্থা নিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছিল। এখন সরকারি পরিসংখ্যান বলছে, ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা অনেক কম। বাংলায় গত ২৪ ঘণ্টায় ৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। মৃত্যুর কোনও খবর নেই। নজর থাকবে এই খবরের দিকেও।