তাইওয়ান সেনা। — ফাইল চিত্র।
চিনের সঙ্গে সামরিক চাপান-উতোরের মধ্যেই প্রতিরক্ষা বাজেটে রেকর্ড বরাদ্দ করল তাইওয়ান। আজ ঘোষিত বাজেট প্রস্তাবে সে দেশের সরকার আগামী বছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ১৩.৯ শতাংশ বাড়িয়েছে। ফলে প্রতিরক্ষায় দ্বীপরাষ্ট্রটির মোট বাজেট বরাদ্দ গিয়ে দাঁড়িয়েছে ১৯৪১ কোটি ডলার বা ৫৮,৬৩০ কোটি তাইওয়ান ডলারে। তার মধ্যে ১০,৮৩০ কোটি তাইওয়ান ডলার বরাদ্দ হয়েছে আধুনিক যুদ্ধবিমান-সহ সামরিক সরঞ্জাম কেনার জন্য। উল্লেখ্য, গত মার্চে চিনও জানিয়েছিল যে, প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৭.১ শতাংশ বাড়িয়ে ২১,১৬২ কোটি ডলারে নিয়ে যাচ্ছে তারা। প্রসঙ্গত, দুই দেশেরই অর্থবর্ষের মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
আমেরিকান হাউস অব রিপ্রেজ়েন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের আগে থেকেই চোখ রাঙাচ্ছিল চিন। পেলোসির সফর শেষ হতেই চিন তাইওয়ান ঘিরে সেনা মহড়া চালায়। এই আবহে আগামী অর্থবর্ষে মোট সরকারি ব্যয়ের ১৪.৬ শতাংশই প্রতিরক্ষা খাতে বরাদ্দ করেছে তাইওয়ান। এ নিয়ে টানা ছ’বছর তারা প্রতিরক্ষা বরাদ্দ বাড়াল। নয়া বাজেট পেশের পরে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, কোনও চাপ দিয়ে তাঁদের সার্বভৌমত্ব রক্ষার সংকল্প বদলানো যাবে না। তবে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে সংঘাতও উস্কে দেবে না তাইওয়ান।