China

Chinese naval base: আফ্রিকায় তৈরি চিনা নৌঘাঁটি

উপগ্রহ চিত্রে ধরা পড়ল আফ্রিকা মহাদেশের জিবুতিতে ৫৯ কোটি ডলার ব্যয়ে তৈরি চিনা নৌঘাঁটির ছবি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ০৬:১৬
Share:

অন্য কোনও দেশে এই প্রথম নৌঘাঁটি বানিয়েছে চিন। ফাইল ছবি

শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে চিনা গুপ্তচর রণতরীর আসা নিয়ে এমনিতেই উদ্বেগে ভারত। এ বার উপগ্রহ চিত্রে ধরা পড়ল আফ্রিকা মহাদেশের জিবুতিতে ৫৯ কোটি ডলার ব্যয়ে তৈরি চিনা নৌঘাঁটির ছবি। অন্য কোনও দেশে এই প্রথম নৌঘাঁটি বানিয়েছে চিন। এডেন উপসাগর থেকে লোহিত সাগর হয়ে সুয়েজ় খালে ঢুকতে গেলে যে বাব-এল-মান্দেব প্রণালী পেরোতে হয়, সেখানেই অবস্থিত এই নয়া নৌঘাঁটি। সেটি চালুও হয়ে গিয়েছে। ভারত মহাসাগরে টহল দেওয়া চিনের রণতরীগুলি এ বার নিয়মিত এখানে ভিড়বে বলে মনে করা হচ্ছে। উপগ্রহ-চিত্রে জিবুতির ডকে চিনের একটি জাহাজকে ইতিমধ্যেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এই ধরনের ‘উভচর’ জাহাজগুলি ট্যাঙ্ক, হোভারক্রাফ্টের মতো যান বহনে সক্ষম। কাজেই এক দিকে চিনের লিজ় নেওয়া শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, অন্য দিকে জিবুতি। তবে কি ক্রমশ ভারতকে ঘিরে আরও সক্রিয়তা বাড়বে চিনের?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement