Chinese Communist Party

Chinese Communist Party: শতবর্ষে চিনের বার্তা রাজনৈতিক নেতাদের

ভারত থেকে আমন্ত্রিত হয়ে আলোচনায় ছিলেন সিপিএম, সিপিআই এবং ফরওয়ার্ড ব্লকের তিন শীর্ষ নেতা সীতারাম ইয়েচুরি, ডি রাজা এবং জি দেবরাজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ০৫:৫২
Share:

ফাইল চিত্র।

অতিমারি জনিত পরিস্থিতি এবং বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমন্বয় ও সৌহার্দ্য বাড়ানোর বার্তা দিল চিনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। কোভিড পরিস্থিতির কারণেই সিপিসি-র শতবর্ষ পূর্তি উপলক্ষে সে দেশে বাইরে থেকে অতিথিদের এনে বড় কোনও অনুষ্ঠান হচ্ছে না। বিভিন্ন দেশের ১৬০টি রাজনৈতিক দলের নেতৃত্বকে শতবর্য উপলক্ষে এক আলোচনায় ভার্চুয়াল মাধ্যমেই সম্বোধন করেছেন সিপিসি-র সাধারণ সম্পাদক এবং চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ছিলেন ২২টি দেশের রাষ্ট্রপ্রধানেরা। ভারত থেকে আমন্ত্রিত হয়ে আলোচনায় ছিলেন সিপিএম, সিপিআই এবং ফরওয়ার্ড ব্লকের তিন শীর্ষ নেতা সীতারাম ইয়েচুরি, ডি রাজা এবং জি দেবরাজন। ওই সম্মেলনেই আম্তর্জাতিক সমন্বয়, আদানপ্রদান ও সৌহার্দ্যের কথা বলেছেন শি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement