Coronavirus

‘নিজে সতর্ক করেনি চিন’

করোনায় বিশ্ব জুড়ে মৃত্যু ৫ লক্ষ ছাড়িয়ে যাওয়ার পরে এই সপ্তাহে একটি নতুন ও বিশদ ঘটনাক্রম প্রকাশ করেছে হু।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২০ ০২:৩০
Share:

—ফাইল চিত্র।

চিন নিজে নয়। বেজিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) দফতর থেকেই প্রথম কোভিড-১৯ সংক্রমণের বিষয়ে সতর্ক করা হয়েছিল বলে জানাল হু।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই বলে আসছেন, করোনা অতিমারি নিয়ে যথাযথ তথ্য দিচ্ছে না হু। লাগাতার চাপের মুখে গত ৯ এপ্রিল চিনের সঙ্গে তাদের তথ্য আদানপ্রদানের একটি প্রাথমিক রেকর্ড প্রকাশ করে হু। তাতে সংস্থাটি শুধু জানায়, উহান পুর স্বাস্থ্য কমিশন চিনের হুবেই প্রদেশে প্রথম নিউমোনিয়া সংক্রমণের খবর পায়। কিন্তু হু-র কাছে সেই তথ্য কী ভাবে পৌঁছল, তা স্পষ্ট করেনি সংস্থাটি।

করোনায় বিশ্ব জুড়ে মৃত্যু ৫ লক্ষ ছাড়িয়ে যাওয়ার পরে এই সপ্তাহে একটি নতুন ও বিশদ ঘটনাক্রম প্রকাশ করেছে হু। সেখানে ইঙ্গিত মিলেছে, ৩১ ডিসেম্বর চিনের হু-র দফতর থেকে প্রথম উহানে ‘অজানা জ্বরের’ খবর আসে। চিন নিজে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আগে কিছু জানায়নি। এর পরে ১ ও ২ জানুয়ারি চিনের থেকে এই সংক্রান্ত তথ্য জানতে চায় হু। ৩ জানুয়ারি তা পাঠিয়েছিল বেজিং।

Advertisement

আরও পড়ুন: চিনা সেনার মহড়ার মাঝেই দক্ষিণ চিন সাগরে রওনা মার্কিন রণতরীর​

আরও পড়ুন: বিজেপির ‘ডিজিটাল এডিশন’ তৈরি করেছে করোনা, দাবি মোদীর​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement