প্রতীকী ছবি।
আমেরিকার জর্জিয়া প্রদেশে গত কাল রাতে একটি বিশ্ববিদ্যালয়ের কাছে হামলা চালায় এক বন্দুকবাজ। ওই ঘটনায় এক জন নিহত হয়েছেন, আহত সাত জন। এখনও পর্যন্ত হামলাকারী বন্দুকবাজ ধরা পড়েনি। কেন ওই ব্যক্তি গুলি চালিয়েছিল সে ব্যাপারে এখনও অন্ধকারে তদন্তকারীরা।
জর্জিয়া প্রশাসন আজ জানিয়েছে, গত কাল রাতে ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটির কাছে আচমকা গুলি চালায় এক ব্যক্তি। চারপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই এলাকা ছেড়ে পালায় ওই বন্দুকবাজ। পুলিশের এক অফিসার বলেন, ‘‘জর্জিয়া বুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) ঘটনার তদন্ত করছে। বন্দুকবাজের হামলায় মোট আট জন গুলিবিদ্ধ হয়েছেন। এক জনের মৃত্যু হয়েছে।’’ জিবিআইয়ের তরফে জানানো হয়েছে, নিহত ব্যক্তি ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটির ছাত্র নন। সাত জন আহতের চিকিৎসা চলছে। তাঁদের অবস্থা স্থিতিশীল। প্রশাসনের তরফে তদন্তকারীদের নির্দেশ দেওয়া হয়েছে, ওই বন্দুকবাজকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। ওই হামলার পিছনে কে, তা এখনও চিহ্নিত করতে পারেননি তদন্তকারীরা।
গুলিচালনার ঘটনার পরে নিরাপত্তার কারণে ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দ্রুত বন্ধ করে দেওয়া হয়। পড়ুয়াদের গতিবিধির উপরেও জারি হয় বিধিনিধেষ। তবে তা ছিল অল্প সময়ের জন্য। পরে ফের ক্যাম্পাস খুলে দেওয়া হয়। তবে আজ সকালে নির্ধারিত অনুষ্ঠান বাতিল করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।