সিধু মুসেওয়ালা খুনে অভিযুক্ত সতীন্দর সিংহ ব্রার ওরফে গোল্ডি ব্রার। সংগৃহীত।
সিধু মুসেওয়ালা খুনে অভিযুক্ত সতীন্দর সিংহ ব্রার ওরফে গোল্ডি ব্রারের নাম দেশের প্রথম ২৫ জন ‘ওয়ান্টেড’ অপরাধীর তালিকায় রাখল কানাডা সরকার। লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য গোল্ডির বিরুদ্ধে গত বছর জুনে ইন্টারপোলে রেড নোটিসের আবেদন জানায় ভারত। অভিযোগ, কানাডায় থেকেই সিধু মুসেওয়ালাকে খুনের চক্রান্ত করেছে সে। তার ভিত্তিতে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ গোল্ডিকে ‘ওয়ান্টেড’ তালিকায় রেখেছ, নয়াদিল্লির কানাডা হাই কমিশন সূত্রে খবর।
টরন্টোর ইয়ঙ্গে-ডনবাস স্কোয়্যারে ২৫ জন পলাতকের বিরাট ‘কাটআউট’ রাখা হয়েছে। রয়েছে গোল্ডির ‘কাটআউট’ও। পলাতক অপরাধীদের প্রথম ২৫-এর মধ্যে ১৫ নম্বরে রয়েছে গোল্ডির নাম। ২৯ বছর বয়সি গোল্ডির বিরুদ্ধে খুন, খুনের চেষ্টার চক্রান্ত, অবৈধ অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে ভারতে। ২০১৭ সালে স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় গিয়েছিল গোল্ডি। অভিযোগ সিধু মুসেওয়ালার খুনের দায়ও স্বীকার করেছিল সে। সেই মামলায় তদন্ত চলছে। কিন্তু কানাডায় তার বিরুদ্ধে কোনও অপরাধমূলক কাজের অভিযোগ দায়ের হয়নি।