snake

Spot the Snake: এই ছবিতে সাপ কোথায়, খোঁজার চ্যালেঞ্জ নেবেন নাকি!

‘স্নেক ক্যাচারস নর্দার্ন রিভার্স ২৪/৭’ নামে সাপ ধরার একটি সংস্থা তেমনই একটি ছবি পোস্ট করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২১ ১৮:০১
Share:

এই ছবিতেই লুকিয়ে রয়েছে সাপ। ছবি সৌজন্য ফেসবুক।

অনেক সময় আমরা হাতের কাছের জিনিস দেখতে পাই না। চোখ এড়িয়ে যায়। দৃষ্টিভ্রমের জন্যই এ ধরনের ঘটনা ঘটে থাকে। ‘স্নেক ক্যাচারস নর্দার্ন রিভার্স ২৪/৭’ নামে সাপ ধরার একটি সংস্থা তেমনই একটি ছবি পোস্ট করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ছবির ক্যাপশনে তারা লিখেছে, ‘স্পট দ্য স্নেক!’

Advertisement

একটি জঙ্গলের ছবি পোস্ট করেছে তারা। সেখান থেকেই সাপটিকে খুঁজে বার করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে স্নেক ক্যাচারস নর্দার্ন রিভার্স ২৪/৭।

দেখুন তো খুঁজে পান কি না সেই সাপ! ব্যাঙ, বাঘ তো অনেক খুঁজেছেন, এ বার সাপ খোঁজার চ্যালেঞ্জটাও নিয়ে ফেলতে পারেন।

Advertisement

এই সেই সাপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement