ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
অনেক দিন ধরেই ভেড়ার পালকে লক্ষ্য করছিলেন লিয়র। কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে সব কিছুই ধরার চেষ্টা করেছিলেন নিজের ড্রোন ক্যামেরায়।
সাত মাস ধরে ড্রোনের মাধ্যমে ভেড়ার পালের গতিবিধির বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
ড্রোন থেকে ধরা পড়া সেই ভেড়ার পালকে এক ঝলকে দেখে প্রথমে মনে হতে পারে ঘাসের উপর দিয়ে যেন হাজার হাজার উইপোকা হেঁটে বেড়াচ্ছে। কিন্তু সেগুলো যে ভেড়া, তা খুব ভাল ভাবে না দেখলে বোঝার উপায় নেই। ভেড়ার পাল চড়তে যাওয়া এবং ফের তাদের আস্তানায় ফিরে আসার ঘটনা ড্রোন ক্যামেরায় বন্দি করেন লিওর। টাইমল্যাপস ভিডিয়োর মাধ্যমে সেই দৃশ্য আরও দৃষ্টিনন্দন করে তুলেছেন লিওর।
তিনি ভিডিয়োটি করেছেন ইজরায়েলের ইয়কনিম এলাকায়।