মরিয়ম নওয়াজ শরিফ।
জেলে তিনি যে ঘরে ছিলেন এবং যে বাথরুম ব্যবহার করতেন সেখানে ক্যামেরা লাগানো ছিল। এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে তথা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ শরিফ। তাঁর অভিযোগের আঙুল পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ(পিটিআই) সরকারের দিকে।
আর্থিক তছরুপের মামলায় গত বছরে গ্রেফতার হয়েছিলেন মরিয়াম। জেলে থাকাকালীন তাঁকে কী কী সমস্যার মুখোমুখি হতে হয়েছিল সাক্ষাৎকারে তাও তুলে ধরেন তিনি। মরিয়ম বলেন, “দু’বার আমাকে জেল খাটতে হয়েছে।” এর পরই ইমরান খানের সরকারের বিরুদ্ধে তোপ দেগে তাঁর মন্তব্য, “এক জন মহিলা হওয়া সত্ত্বেও কী ভাবে জেলের ভিতরে আমার সঙ্গে আচরণ করা হয়েছে সে বিষয়ে যদি বলা শুরু করি তা হলে ওঁরা মুখ দেখাতে পারবেন না।”
নিজের উদাহরণ তুলে মরিয়মের দাবি, যে ভাবে তাঁর সঙ্গে আচরণ করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে এ দেশের মহিলারা কতটা সুরক্ষিত! এর পরই তাঁর হুঁশিয়ারি, “ভাববেন না মেয়েরা দুর্বল, তা সে পাকিস্তান হোক বা বিশ্বের যে কোনও প্রান্ত।” মরিয়মের আরও অভিযোগ, পাক প্রশাসন যদি তাঁর ঘরে জোর করে ঢুকে বাবার সামনেই গ্রেফতার করতে পারে, তা হলে তারা আরও অনেক কিছু করতে পারে। এটাই প্রমাণ করছে পাকিস্তানে মহিলাদের অবস্থা কেমন।
আরও পড়ুন: ভারতীয় সংস্থার পাঠানো মাছে করোনাভাইরাস? আমদানি রদ করল চিন