—প্রতীকী চিত্র।
ব্রিটিশ মিউজ়িয়ামের সামনে ছুরি হামলার ঘটনায় আতঙ্ক ছড়াল। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ, লন্ডনে। জখম ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুষ্কৃতীকে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, একটি লোক হঠাৎ বড় ছুরি বার করে এক যুবককে আক্রমণ করে। আঘাত লাগে যুবকের হাতে। সামনেই থাকা এক পুলিশ অফিসার দুষ্কৃতীকে কাবু করে ফেলেন। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্তের আঘাত গুরুতর হলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। প্রাথমিক তদন্ত ও দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদের পরে মেট্রোপলিটান পুলিশ দাবি করেছে, এটিকে সন্ত্রাসবাদী হামলা বলা চলে না। তবে কেন হামলা, সে বিষয়ে মুখ খোলেনি তারা।
হামলার পরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কিছু ক্ষণ ব্রিটিশ মিউজ়িয়াম বন্ধ রাখা হয়েছিল। পরে খুলে দেওয়া হয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছেন, মিউজ়িয়ামের নিরাপত্তা বাড়ানো হয়েছে।