প্রতীকী ছবি
এবার ব্রিটেন সন্ত্রাস রুখতে অভিনব প্রযুক্তি ব্যবহার করতে চলেছে। স্থল, জল, অন্তরীক্ষ তো বটেই, পাতালেও নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিটেনের সামরিক বাহিনী খুব শীঘ্রই ব্যবহার করতে চলেছে কিছু উচ্চক্ষমতা সম্পন্ন প্রযুক্তি। আইএস-এর ছায়া এখন গোটা বিশ্বে। ব্রিটেনও তার নিশানার বাইরে নেই। গত মার্চ মাসে ব্রিটেন ইনটেলিজেন্সের কাছে খবর ছিল, বিভিন্ন স্লিপার সেলসের মাধ্যমে আইএস ব্রিটেনের ২৫টি জায়গায় হামলা চালাতে পারে। চিরুনি তল্লাশি চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ৫০ জন জেহাদিকে আটক করেছিল ব্রিটেনের জঙ্গি দমন বাহিনী। কিন্তু ফ্রান্স, কানাডা, জার্মানিতে লোন উল্ফ কায়দায় আইএস যে সব হামলা চালিয়েছে, তা এখন ঘুম কেড়েছে ব্রিটিশ গোয়েন্দাদের। এর মোকাবিলায় কী প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন? দেখে নিন:
আরও খবর- দেখে নিন বিশ্বের দ্রুততম ট্রেনগুলি