সেতু ভেঙেপড়ার সেই দৃশ্য। ছবি সৌজন্য টুইটার।
উদ্বোধনের পর পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। প্রায় ১০ ফুট উঁচু থেকে আছড়ে নীচে পড়লেন ২০ জন। তাঁদের মধ্যে আট জনের হাড় ভেঙেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। ঘটনাটি মেক্সিকোর কিউয়েরনাভাকা শহরের।
ঘটা করে ঝুলন্ত সেতুর উদ্বোধন করেছিলেন ওই শহরের মেয়র হোসে লুইস। উদ্বোধনের পর ব্যবহারের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। মেয়র এবং তাঁর স্ত্রী-সহ জনা কুড়ি সেই সেতুতে ওঠেন। সেতু দিয়ে পারাপার করতে গিয়েই সেটি ভেঙে পড়ে। উদ্বোধনের পরই এমন ঘটনা ঘটনায় চরম অস্বস্তিতে পড়ে স্থানীয় প্রশাসন।
সেতুতে উঠেই কয়েক জন লাফালাফি শুরু করেন। সেতুর ভারবহন ক্ষমতার অতিরিক্ত লোক উঠে পড়তেই এমন বিপত্তি ঘটেছে বলেই দাবি স্থানীয় মেয়রের।