Brazil

বিচ্ছেদে সায় দেননি, তাই স্বামীকে খুন করতে নিজের যৌনাঙ্গে বিষ মাখালেন স্ত্রী

যদিও তাঁর পরিকল্পনা সফল হয়নি। সতর্ক স্বামী মৃত্যুর ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে সমর্থ হয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ১২:৪২
Share:

প্রতীকী ছবি।

স্বামীর থেকে বিচ্ছেদ চাইছিলেন স্ত্রী। কিন্তু বিবাহ বিচ্ছেদে রাজি নন স্বামী। তাই স্বামীকে খুনের চক্রান্ত করেছিলেন স্ত্রী। তা করতে গিয়ে তিনি যে পরিকল্পনা করেছিলেন তা জেনে অবাক হয়েছিলেন তদন্তকারী অফিসাররা। যদিও তাঁর পরিকল্পনা সফল হয়নি। সতর্ক স্বামী মৃত্যুর ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে সমর্থ হয়েছিলেন। বছর খানেক আগে ঘটনাটি ঘটেছিল ব্রাজিলের সাও ডি হোসেয়। সে দেশের এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয় এই সংক্রান্ত প্রতিবেদন।

৪৩ বছরের স্বামীকে খুন করতে সে দিন নিজের যৌনাঙ্গে বিষ মাখিয়ে রেখেছিলেন স্ত্রী। উদ্দেশ্য ছিল, যৌনতার সময় তাঁর গোপনাঙ্গে মুখ দিলেই যাতে স্বামীর মৃত্যু হয়। কিন্তু সেই কাজ করতে উদ্যত হলেও, অস্বাভাবিক গন্ধ আসায় সন্দেহ হয় স্বামীর। এতেই ভেস্তে যায় স্ত্রীর পরিকল্পনা।

Advertisement

ব্রাজিলের ওই পত্রিকার প্রতিবেদন অনুসারে, বিষের ব্যাপারে জানতে পেরে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান স্বামী। তিনি ভয় পেয়েছিলেন ওই বিষ হয়তো স্ত্রীর শরীরেও মিশেছে। সেই আশঙ্কা অমূলকও ছিল না। স্বামীকে মারার পরিকল্পনা করে নিজেই মরতে বসেছিলেন ওই মহিলা। তবে স্বামী স্ত্রীর জীবন বাঁচালেও, এই ষড়যন্ত্রের জন্য তাঁকে ক্ষমা করেননি। স্ত্রীর বিরুদ্ধে পুলিশে হত্যার চেষ্টার অভিযোগ জানিয়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement