সান হোসে’র প্রেক্ষাগৃহে নরেন্দ্র মোদী। ছবি: রয়টার্স।
‘ব্রেন ড্রেন’ নয়, ‘ব্রেন গেন’। বিদেশের মাটিতে দাঁড়িয়ে এটাই নরেন্দ্র মোদীর নতুন স্লোগান!
ভারত থেকে মেধা বাইরের দেশে চলে যাচ্ছে, এমনটা ভাবার কোনও কারণ নেই বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, ভারত মেধা সম্পদ বিনিয়োগ করেছে। এ বার সেই বিনিয়োগই দেশকে লাভের মুখ দেখাবে বলে দাবি করেন মোদী। আমেরিকার সান হোসেতে প্রবাসী ভারতীয়দের বিশাল জমায়েত এ দিনও উচ্ছ্বসিত মোদীর ভাষণে। সমাবেশে মোদী বলেন, “প্রবাসী ভারতীয়রা দেশকে এক নতুন পরিচয় দিয়েছেন। আপনাদের আঙুল কি-বোর্ড আর কম্পিউটারে জাদু খেলিয়েছে। তাতেই আজ ভারত নতুন পরিচয় পেয়েছে।” তাঁর কথায়, ‘‘ভারতের মেধা সম্পদ বিদেশে চলে যায় বলে চির কাল সকলে ভেবে এসেছেন। এ কথা কেউ ভাবেননি যে, মেধার অপচয় হয়নি। মেধা সম্পদ ভারত বিনিয়োগ করেছে। সেই বিনিয়োগ থেকে এ বার লাভ তোলার সময় এসেছে। ব্রেন ড্রেনকে এ বার ব্রেন গেনে বদলে দিতেই হবে।”
সান হোসের এসএপি সেন্টার প্রেক্ষাগৃহে আসন সংখ্যা ১৮ হাজার। প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের আয়োজন সেখানেই করা হয়েছিল। নিখরচায় পাস দেওয়ার ব্যবস্থা করেন আয়োজকরা। তাতে ৪৫ হাজার লোক নাম নথিভুক্ত করান। স্বাভাবিক ভাবেই অত লোককে এসএপি সেন্টারে জায়গা দেওয়া যায়নি। তাই প্রেক্ষাগৃহের বাইরে বিশাল টিভি স্ক্রিন লাগিয়ে মোদীর অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয়। ভগৎ সিংহের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী সান হোসেতে ভগৎ সিংহের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।