viral news of flight

২২ ঘণ্টার উড়ানে দেখা মিলবে দু’টি সূর্যোদয়ের! কী ভাবে সম্ভব? রইল তার হদিস

অস্ট্রেলিয়ার বিমানসংস্থা কোয়ান্টাস ২০২৬ সালে সিডনি থেকে লন্ডন বা নিউইয়র্কের মধ্যে বিরতিবিহীন উড়ান পরিষেবা চালু করবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৪:২৫
Share:

ছবি: সংগৃহীত।

এক টিকিটে দু’বার লটারি জেতার মতো এক যাত্রায় দু’টি সূর্যোদয়! ২০২৬ সালে চালু হতে চলেছে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক উড়ান। যেখানে যাত্রীরা তাঁদের যাত্রাপথে প্রত্যক্ষ করতে পারবেন দু’টি সূর্যোদয়। অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাস তার ‘প্রজেক্ট সানরাইজ’ নামের একটি উড়ান পরিষেবা চালু করতে চলেছে যেখানে যাত্রীরা তাঁদের যাত্রার সময় দু’টি সূর্যোদয়ের সাক্ষী থাকবেন।

Advertisement

২০২৬ সালে সিডনি থেকে লন্ডন বা নিউইয়র্কের মধ্যে বিরতিবিহীন উড়ান পরিষেবা চালু করবে এই সংস্থা। ‘প্রজেক্ট সানরাইজ’-এর লক্ষ্য অস্ট্রেলিয়াকে বিশ্বের যে কোনও বড় শহরের সঙ্গে কোনও বাধা ছাড়া সংযুক্ত করা। সবচেয়ে দীর্ঘ এই উড়ানটি একটানা ১৯ থেকে ২২ ঘণ্টার হতে চলেছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। এই পরিষেবা চালু হলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্ক রুটের বর্তমান রেকর্ডকে ছাপিয়ে যাবে। এই যাত্রাপথ প্রায় ১৮ ঘণ্টার।

এই দীর্ঘ পথ পাড়ি দিতে একটি বিশেষ বিমান প্রস্তুত করা হয়েছে বলে খবর। ‘এ৩৫০’ নামের বিমানটিকে বিশেষ ভাবে তৈরির জন্য প্রস্তুতকারক সংস্থা এয়ারবাসের সঙ্গে একটি চুক্তি করেছে কোয়ান্টাস। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই বিমানগুলিতে অত্যাধুনিক প্রযুক্তি এবং উন্নত আরামের ব্যবস্থা করা হচ্ছে। এটির নিরাপত্তাও আরও আঁটসাঁট করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement