বরিস জনসন। ফাইল চিত্র।
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসন। বরিস পেয়েছেন ৯২ হাজার ১৫৩ ভোট। সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী ব্রিটেনের বিদেশমন্ত্রী জেরেমি হান্ট পেয়েছেন ৪৬ হাজার ৬৫৬ ভোট। বুধবারই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।
বরিস আগে বিদেশমন্ত্রকের দায়িত্ব সামলেছেন। লন্ডনের প্রাক্তন মেয়রও ছিলেন তিনি। টেরেসা মে ইস্তফা দেওয়ার পর প্রধানমন্ত্রী পদের দৌড়ে দাঁড়িয়েছিলেন বরিস ও হান্ট। সোমবার ভোটাভুটি হলে হান্টকে অনেকটাই পিছনে ফেলে দেন বোরিস।
গত এক মাস ধরে ভোটাভুটির এই প্রক্রিয়া চলছিল। ব্রেক্সিট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের চুক্তিতে ব্যর্থ হওয়ায় গত ৭ জুন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন টেরেসা মে। ব্রেক্সিট নিয়ে বরিস কী করেন এখন সে দিকেই তাকিয়ে গোটা দেশ।
আরও পড়ুন: অসমে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা এক মাস বাড়াল সুপ্রিম কোর্ট
আরও পড়ুন: মধ্যস্থতা বিতর্কে সংসদে তোলপাড়, বিদেশমন্ত্রী নয়, বিবৃতি দিন মোদী, দাবি বিরোধীদের