পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল ভুট্টো। ছবি পিটিআই।
পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন বিলাবল ভুট্টো জারদারি। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা জানিয়ে দিয়েছেন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জনাদেশ তাঁর দলের নেই। তাই তাঁর দল স্থির করেছে সরকারে না গিয়ে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রধানমন্ত্রী পদপ্রার্থীকেই সমর্থন করবে। মঙ্গলবার পিএমএল-এন নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর বিলাবলের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসে। কার্যত নিশ্চিত হয়ে যায় চতুর্থ বারের জন্য পাকিস্তানের কুর্সিতে বসছেন নওয়াজ শরিফ।
মঙ্গলবার পিপিপি-র কেন্দ্রীয় কার্যনির্বাহী সমিতির বৈঠকের পর সাংবাদিক বৈঠকে বিলাবল জানান, সদ্যসমাপ্ত নির্বাচনে যৌথ সরকার গঠনের জনাদেশ তাঁর দল পায়নি। তাঁর দল পিএমএল-এন কে সমর্থন করছে কারণ তাঁর দল চায় দেশে স্থিতিশীল একটা সরকার আসুক। তাঁরা সরকারকে সমর্থন করবেন কিন্তু মন্ত্রিসবায় তাঁর দলের কেউ থাকবেন না।