সাংবাদিকদের মুখোমুখি বার্নি স্যান্ডার্স।
ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থীরা বিতর্কের পরে পরস্পরকে ‘মিথ্যেবাদী’ বলে সম্বোধন করেছেন! এলিজ়াবেথ ওয়ারেন এবং বার্নি স্যান্ডার্স! মার্কিন সংবাদমাধ্যমে দাবি, দৃশ্যত বিরক্ত ওয়ারেনকে দেখা যায়, স্যান্ডার্সের সঙ্গে করমর্দনে আপত্তি জানাচ্ছেন। তাঁদের কথা বোঝা না গেলেও মনে হয়েছে, স্যান্ডার্সকে তিরস্কার করছেন ওয়ারেন। তার পরে তাঁদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ শুরু হয়। যদিও গত কয়েক মাস তাঁদের মধ্যে শান্তিপূর্ণ ভাবেই তর্ক চলেছে। দু’জনেই নিজেকে দলের প্রগতিশীল মুখ হিসেবে তুলে ধরতে চেয়েছেন। কিন্তু তাঁরা যে এতটা উত্তেজিত হতে পারেন, সেটা ধরা পড়েছে গত মঙ্গলবারের বিতর্কের পরে। ৭০ বছর বয়সি ওয়ারেন স্যান্ডার্সকে বলেছেন, ‘‘জাতীয় টেলিভিশনে আপনি আমাকে মিথ্যেবাদী বলেছেন।’’ ৭৮ বছর বয়সি স্যান্ডার্স জানান, এমন কিছু তিনি বলেননি। পরে সংবাদমাধ্যমের কাছে থাকা বিতর্ক পরবর্তী অডিয়ো-টেপ থেকে জানা যায়, দুই প্রার্থীই পরস্পরকে ‘মিথ্যেবাদী’ বলেছেন।