ইজ়রায়েলে পালাবদলের ইঙ্গিত, পিছিয়ে নেতানিয়াহু

পাঁচ মাসের মধ্যে জনসমর্থন যাচাইয়ে নেমেছিলেন নেতানিয়াহু।

Advertisement

সংবাদ সংস্থা

জেরুসালেম, শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ০২:১৯
Share:

প্রত্যয়ী: ভোটের পরে দলের সদর দফতরে সস্ত্রীক বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার জেরুসালেমে। এএফপি

গত এপ্রিলের নির্বাচনে স্বস্তিদায়ক ফল হয়নি বলে পার্লামেন্ট ভেঙে দিয়ে অন্তর্বর্তী নির্বাচনে গিয়েছিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ঘোষণা করেছিলেন, পুনরায় ক্ষমতাসীন হলে ওয়েস্ট ব্যাঙ্কের একাংশ দখল করবেন। কিন্তু আজ বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, পুনরায় ক্ষমতা দখল মোটেই সহজ হচ্ছে না নেতানিয়াহুর কাছে। ভোট গণনার গতিপ্রকৃতি বলছে, বিরোধী ব্লু অ্যান্ড হোয়াইট জোটের থেকে পিছিয়ে পড়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির জোট।

Advertisement

পাঁচ মাসের মধ্যে জনসমর্থন যাচাইয়ে নেমেছিলেন নেতানিয়াহু। গত কাল ইজ়রায়েলের ১২০ আসন বিশিষ্ট পার্লামেন্টে (কেন্যাসেট) ভোটগ্রহণ হয়। ইজ়রায়েলের মুখ্য নির্বাচনী কমিটি (সিইসি) জানিয়েছে, ৯১ শতাংশ ভোট গণনার পর বেঞ্জামিন বেনি গানৎজের ব্লু অ্যান্ড হোয়াইট এগিয়ে গিয়েছে লিকুদ পার্টির চেয়ে। তারা পেয়েছে ৩২টি আসন এবং ৩১টি আসনে জয়ী হয়েছে লিকুদ পার্টি। সিইসি জানিয়েছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট ৫৫টি আসন পেয়েছে এবং গানৎজের মধ্য-বাম জোট দখল করেছে ৫৬টি আসন। সিইসি সূত্রের খবর, এই ফলাফল সামান্য পাল্টাতে পারে। কারণ, আজ এবং আগামিকাল সেনাবাহিনীর জওয়ানদের ভোট গণনা হবে।

এই পরিস্থিতিতে ‘কিংমেকার’ হতে চলেছেন ইজ়রায়েল বেইতেনু পার্টির নেতা অ্যাভিগডোর লিবারম্যান। তাঁর দল দখল করেছে ন’টি আসন। লিবারম্যান বলেছেন, ‘‘ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছে... এখন একটাই বিকল্প।. উদারপন্থী ঐক্যবদ্ধ সরকার গঠন করতে হবে।’’ যার অর্থ, লিকুদ পার্টি, ব্লু অ্যান্ড হোয়াইট এবং ইজ়রায়েল বেইতেনু পার্টি মিলে সরকার গঠন করা। কিন্তু নেতানিয়াহুর সঙ্গে জোট গড়ে সরকার গঠনের সম্ভাবনা খারিজ করে দিয়েছে ব্লু অ্যান্ড হোয়াইট। লিকুদ পার্টির প্রধান অবশ্য জয়েন্ট লিস্টের (১৩টি আসনে জয়ী) সঙ্গে হাত মেলাতে নারাজ। বলেছেন, ‘‘জঙ্গিরা আমাদের সেনা, শিশু ও নাগরিকদের হত্যা করছে। সেই সব রক্তপিপাসু জঙ্গিদের যারা তোষণ করে, মহিমান্বিত করে, তাদের সঙ্গে নিয়ে সরকার গঠন করা যায় না।’’

Advertisement

সূত্রের খবর, দলীয় কর্মীদের গানৎজ বলেছেন, ব্লু অ্যান্ড হোয়াইটের জয় ইজ়রায়েলের গণতন্ত্রের অভিমুখ পাল্টে দেবে। ‘টাইমস অব ইজ়রায়েল’ জানিয়েছে, গানৎজ বলেছেন, ‘‘লক্ষ্যপূরণ করতে পেরেছি। কয়েক মাস আগে যে ভাবনা নিয়ে ব্লু অ্যান্ড হোয়াইট তৈরি হয়েছিল, তা সফল।’’

আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফল ঘোষণা হয়নি। কিন্তু নেতানিয়াহুর দলের শক্তি যে কমছে তা স্পষ্ট। ইজ়রায়েল পার্লামেন্ট ত্রিশঙ্কু হতে চলেছে। বিশ্লেষকদের মতে, ভোটের পর তিনটি পথ খোলা রয়েছে। প্রথমত, লিকুদ পার্টি এবং ব্লু অ্যান্ড হোয়াইট মিলে সরকার গড়তে পারে। সে ক্ষেত্রে সরে যেতে হবে নেতানিয়াহুকে। দ্বিতীয়ত, লিকুদ পার্টিকে সমর্থন করতে হবে নেতানিয়াহু-বিরোধী বলে পরিচিত লিবারম্যানের দলকে। তা না হলে ফের নির্বাচনের পথে যেতে হবে ইজ়রায়েলকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement