প্রতীকী ছবি।
বৈধ অভিবাসীদের মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ আরও কঠিন করল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, যে সব অভিবাসী জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্পের (ফুড স্ট্যাম্প, মেডিকেড, সরকারি আবাসন) সুবিধা পান, তাঁরা গ্রিন কার্ড পাবেন না।
এই নয়া নিয়ম অনুযায়ী, ভিন্দেশি কেউ আমেরিকায় ঢুকতে চাইছেন, নাকি স্থায়ী ভাবে বসবাসের কথা ভাবছেন, তা নিয়ে বিশেষ ভাবার পরিসর নেই প্রশাসনের। কারণ প্রশাসনের মতে, যে কোনও মুহূর্তে সেই ভিন্দেশি ব্যক্তি জনকল্যাণমুখী প্রকল্পে নির্ভরশীল হয়ে পড়তে পারেন। তাই ঝুঁকি নেওয়া যাবে না।