corona

Covid Outbreaks: আবার বাড়ছে করোনা, ভারত-সহ ১৬ দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব

ভারত-সহ অন্যান্য দেশে করোনা পরিস্থিতির দিকে নজর রেখে আগে থেকেই সতর্ক সৌদি আরব। নাগরিকদের বিদেশে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করল তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০২২ ০৯:১১
Share:

করোনার জন্য যাতায়াতে নিষেধাজ্ঞা জারি। প্রতীকী চিত্র।

Advertisement

গত কয়েক দিন ধরে ভারতে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। এই পরিস্থিতিতে এ দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। শুধু ভারতই নয়, মোট ১৬টি দেশে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে তারা।

ভারত ছাড়া লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইথিয়োপিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ এবং ভেনেজুয়েলায় আপাতত যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

Advertisement

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত নতুন করে সংক্রমণ সে ভাবে ছড়ায়নি। কিন্তু বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সৌদি আরবে এখনও মাঙ্কি পক্সে আক্রান্ত কারও খোঁজ মেলেনি বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া মাঙ্কি পক্সে আক্রান্ত হচ্ছেন ইউরোপ এবং আমেরিকার বাসিন্দারা। এই অবস্থায় সমস্ত দেশকে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ১২টি দেশে ৯২ জন মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন। তবে এতে মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement