Barak Obama

Barack Obama: করোনায় আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, স্ত্রী মিশেল নেগেটিভ

টুইটারে খবর দিলেন প্রাক্তন প্রেসিডেন্ট। করোনার টিকা নেওয়া ছিল সস্ত্রীক ওবামার। কিছুদিন আগে বুস্টার টিকাও নিয়েছিলেন দু’জনেই।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ মার্চ ২০২২ ০৯:৩৬
Share:

বারাক ওবামা।

করোনায় আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। রবিবার রাতে একটি টুইট করে এই খবর দিয়েছেন তিনি। জানিয়েছেন, সামান্য গলা খুশখুশ রয়েছে তবে আপাতত ঠিকই আছেন।

Advertisement

চিকিৎসকরাও জানিয়েছেন, প্রাক্তন প্রেসিডেন্ট করোনা আক্রান্ত হলেও তাঁর বিশেষ উপসর্গ নেই। করোনা ভাইরাসের অপেক্ষাকৃত কম ক্ষতিকর রূপে আক্রান্ত হয়েছেন তিনি। তবে বারাক করোনা আক্রান্ত হলেও তাঁর স্ত্রী মিশেল সংক্রমিত হননি। টুইটারেই প্রাক্তন ফার্স্টলেডির স্বাস্থ্য সংক্রান্ত খবর দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট।

উল্লেখ্য, বারাক এবং মিশেল— দু’জনেরই করোনা ভাইরাসের টিকা নেওয়া ছিল। এমনকি কিছুদিন আগে বুস্টার টিকাও নিয়েছিলেন দু’জনেই। তবে করোনা আক্রান্ত হলেও ওবামা টুইটারে জানিয়েছেন, তিনি এবং তাঁর স্ত্রী কৃতজ্ঞ যে তাঁদের আগেই বুস্টার টিকাও নেওয়া হয়ে গিয়েছিল।

Advertisement

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।
পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement