বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। —ফাইল চিত্র।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পাঁচটি মামলা বাতিল করল সে দেশের সুপ্রিম কোর্ট। ২০১৯ সালে শেখ হাসিনার সরকারের আমলে তাঁর বিরুদ্ধে ওই মামলাগুলি দায়ের করা হয়। বাংলাদেশ হাই কোর্ট আগেই ওই মামলাগুলি খারিজ করে দেয়। এ বার সে দেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগও হাই কোর্টের রায়ই বহাল রাখল।
২০১৯ সালে ঢাকার শ্রম আদালতে প্রথমে মামলাগুলি ওঠে। মামলা করেছিলেন তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের কয়েক জন চাকরিহারা কর্মী। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ অনুসারে, ওই সময়ে সংস্থার চেয়ারম্যান ছিলেন ইউনূস। ট্রেড ইউনিউনের দাবিকে কেন্দ্র করে তাঁদের চাকরি গিয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতে মামলা হয় ঢাকা শ্রম আদালতে। ওই মামলাগুলি বাতিলের আবেদন নিয়ে আগেই হাই কোর্টের দ্বারস্থ হন ইউনূস। হাই কোর্ট ইউনূসের বিরুদ্ধে মামলাগুলি খারিজ করে দেয় আগেই। এ বার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগও হাই কোর্টের রায়ই বহাল রাখল।
হাই কোর্টে মামলাটি খারিজ হয় গত অক্টোবর মাসে। ‘প্রথম আলো’-র প্রতিবেদনে প্রকাশ, বাংলাদেশ হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই মামলায় এক দিকে ছিলেন ইউনূসের আইনজীবী। অন্য দিকে রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্টের বিচারপতি মহম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ রবিবার ওই পাঁচ মামলায় হাই কোর্টের নির্দেশই বহাল রেখেছে।