ফাইল চিত্র।
বছর ঘুরলেই বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে তাঁকে ক্ষমতাচ্যুত করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে হাসিনা বলেছেন, ‘‘২০১৪ সালের নির্বাচনের আগে চক্রান্ত করেছে। ২০১৮ সালের নির্বাচনের আগে করেছে। আবার এখন নির্বাচন যখন ঘনিয়ে আসছে, তখন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হবে।’’
এই প্রসঙ্গে হাসিনা আরও বলেছেন, ‘‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিলাম, এটা অনেকে পছন্দ করবে না। কাজেই তারা তৎপর আছে সারাক্ষণ। আমি জানি, তাদের তৎপরতা অনেক বেশি। তাদের খবরও আমি রাখি। আমার তো অচেনা কেউ নেই। তারা তাদের চক্রান্ত করে যাচ্ছে।’’
হাসিনাকে উদ্ধৃত করে ‘প্রথম আলো’ আরও জানিয়েছে যে, আওয়ামি লিগ ছাড়া বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কাজ করেনি ও করবেও না বলে মন্তব্য করেছেন সে দেশের প্রধানমন্ত্রী। হাসিনার কথায়, ‘‘অবৈধভাবে যারা ক্ষমতা দখলকারী, তারা তো ক্ষমতার চেয়ারটা কী ভাবে দখলে রাখবে, ওই চিন্তাতেই ব্যস্ত থাকে।’’