America-China

১২৫ নয়, ১৪৫ শতাংশ কর চেপেছে চিনের উপর! দুই শক্তিশালী অর্থনীতির লড়াইয়ে বাড়ছে আশঙ্কা

ডব্লিউটিও-র ডিরেক্টর জেনারেল এনগোজ়ি ওকোনজ়ো-আইওয়েলা জানিয়েছেন, বিশ্ব বাণিজ্যের ৩% চলে আমেরিকা এবং চিনের মধ্যে। তা ক্ষতিগ্রস্ত হওয়া বিশ্ব অর্থনীতির পক্ষে উদ্বেগের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ০৬:৪৭
Share:
বিশ্ব বাণিজ্য সংস্থার সতর্কবার্তা, বৃহত্তম দুই অর্থনীতির রেষারেষির বিরূপ প্রভাব পড়বে সারা বিশ্বে।

বিশ্ব বাণিজ্য সংস্থার সতর্কবার্তা, বৃহত্তম দুই অর্থনীতির রেষারেষির বিরূপ প্রভাব পড়বে সারা বিশ্বে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আমেরিকা নাকি চিন, কে আগে চোখের পাতা ফেলবে? কে পিছিয়ে আসবে নিজের অবস্থান থেকে! সে দিকেই তাকিয়ে বিশ্ব অর্থনীতি। যদিও এখন পর্যন্ত কোনও পক্ষের মধ্যেই তেমন লক্ষণ দেখা যাচ্ছে না। আজ আমেরিকার কৃষিপণ্যের আমদানি দফায় দফায় কমানোর কথা ঘোষণা করেছে বেজিং। আবার আমেরিকার ব্যাখ্যা, ১২৫% নয়, চিনের উপরে ১৪৫% শুল্ক চাপিয়েছে তারা। ফলে বাকি বিশ্বের সঙ্গে তাদের শুল্ক যুদ্ধের সম্ভাবনা কমলেও, চিনের সঙ্গে তা আরও বাড়ল। এই খবরের পরেই আমেরিকার শেয়ার সূচক নামতে শুরু করে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সতর্কবার্তা, বৃহত্তম দুই অর্থনীতির রেষারেষির বিরূপ প্রভাব পড়বে সারা বিশ্বে।

ডব্লিউটিও-র ডিরেক্টর জেনারেল এনগোজ়ি ওকোনজ়ো-আইওয়েলা জানিয়েছেন, বিশ্ব বাণিজ্যের ৩% চলে আমেরিকা এবং চিনের মধ্যে। তা ক্ষতিগ্রস্ত হওয়া বিশ্ব অর্থনীতির পক্ষে উদ্বেগের। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র দেশগুলি। আজ আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভের ১৮-১৯ মার্চের ঋণনীতির কার্যবিবরণী প্রকাশ হয়েছে। ঠিক যখন বিশ্ব অর্থনীতির আকাশে শুল্ক যুদ্ধের মেঘ জমতে শুরু করেছে। ফেডের আশঙ্কা, মূল্যবৃদ্ধির মাথাচাড়া দিলে এবং কর্মী নিয়োগের হার কমলে তাদের কাজ আরও কঠিন হবে। সে ক্ষেত্রে আগামী দিনে সুদ ছাঁটাই স্থগিত থাকতে পারে।

আজ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, আমেরিকা শুল্ক স্থগিত রাখায় তারাও ৯০ দিনের জন্য সে দেশের পণ্যে আমদানি শুল্ক স্থগিত রাখল। আর চিন চাইছে বাণিজ্যশৃঙ্খলকে নতুন করে সাজাতে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী লি কিয়াং কথা বলেছেন ইইউ-র প্রেসিডেন্ট ফন ডার লিয়েনের সঙ্গে।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন