Donald Trump

ট্রাম্পের ‘ডিজেটি’ বার্তায় বিতর্ক, সরাসরি আইন ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট?

ট্রাম্প কোন পরিচয়ে বার্তা দিয়েছিলেন? আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে, নাকি তাঁর সংস্থা ট্রাম্প মিডিয়ার কর্ণধার হিসেবে?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ০৬:৩৯
Share:
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।sha

আমেরিকায় বুধবার সকালে তখন উত্থান-পতনের দোলাচলের মধ্যে দিয়ে চলেছে শেয়ার বাজার। ঠিক সেই সময়ে ৯টা ৩৭ মিনিটে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখলেন, ‘‘কেনার এটাই সেরা সময়!!! ডিজেটি।’’ এর মোটামুটি চার ঘণ্টার মাথায় অধিকাংশ দেশের পণ্যে অতিরিক্ত আমদানি শুল্ক স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট। তার পরেই হাউই বাজির গতিতে উঠতে শুরু করে সে দেশের শেয়ার বাজার।

এই ঘটনার পরে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে বাজারে। ট্রাম্প কোন পরিচয়ে ওই বার্তা দিয়েছিলেন? আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে, নাকি তাঁর সংস্থা ট্রাম্প মিডিয়ার কর্ণধার হিসেবে? হোয়াইট হাউসের নৈতিকতা বিষয়ক বিভাগের প্রাক্তন আইনি পরামর্শদাতা রিচার্ড পেন্টার বলছেন, ‘‘উনি (ট্রাম্প) বাজারের উপরে নিয়ন্ত্রণের ব্যাপারটাকে উপভোগ করতেই পারেন। তবে সতর্ক থাকলেই ভাল করবেন।’’ এই প্রসঙ্গে শেয়ার বিশেষজ্ঞেরা মনে করিয়ে দিচ্ছেন, বাজারের স্বার্থ সম্পর্কিত তথ্য জেনে লগ্নিকারীদের প্রভাবিত করা আইন বিরুদ্ধ। ট্রাম্পের সমর্থকদের আবার বক্তব্য, বিবৃতির শেষে ট্রাম্প যদি নামের আদ্যক্ষর ‘ডিজেটি’ লেখেন, তা হলে ধরে নিতে হবে তিনি নিজের সংস্থার পক্ষে সেই বিবৃতি দিয়েছেন।

কখন তিনি শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নিলেন? এই প্রশ্নেরও স্পষ্ট কোনও উত্তর দেননি ট্রাম্প। কখনও বলেছেন, ‘‘আজ (বুধবার) সকালে।’’ কখনও বা বলেছেন, ‘‘গত কয়েক দিন ধরেই এ ব্যাপারে ভাবনাচিন্তা করছিলাম।’’ ফলে পরিষ্কার হচ্ছে না কিছুই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন