এত বড় মাছ পেয়ে হাসি চওড়া হয়েছে ওই মৎস্যজীবীর। সংগৃহীত ছবি।
সপ্তাহের আর পাঁচটা দিনের মতোই পদ্মায় মাছ ধরতে গিয়েছিলেন কৃষ্ণ হালদার নামে এক মৎস্যজীবী। কিন্তু, সোমবার সকালে পদ্মার জলে জাল ফেলে রীতিমতো ‘লক্ষ্মীলাভ’ করলেন তিনি। জাল তোলার পর দেখলেন, ধরা পড়েছে বিশালাকার পাঙাশ মাছ।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে খবর, ওই পাঙাশ মাছটির ওজন প্রায় ১৫ কেজি। সপ্তাহের শুরুতেই এমন ভাবে তাঁর ভাগ্য ফিরবে, ভাবেননি কৃষ্ণ। পরে ওই মাছটি ১৮ হাজার টাকায় কিনেছেন এক ব্যবসায়ী।
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ওই মাছটি ধরেন পাবনার মৎস্যজীবী কৃষ্ণ। অনেক দিন পর এত বড় পাঙাশ মাছ পেয়ে যরপরনাই খুশি ওই ব্যক্তি। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে নিয়ে যান তিনি। সেখানে চান্দু মোল্লা নামে এক মাছ ব্যবসায়ী এক হাজার ১৫০ টাকা কেজি দরে ১৭ হাজার ২৫০ টাকায় মাছটি কেনেন।
ওই ব্যবসায়ী জানিয়েছেন, বড় পাঙাশ মাছ ধরা পড়ার খবর পেয়েই তিনি ফেরিঘাটে যান। তার পরই মাছটি কেনেন। মাছটি তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে এক হাজার ২০০ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় বিক্রি করেন চান্দু।
গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ জানান, পদ্মা নদীতে জল বেড়ে যাওয়ায় স্রোত রয়েছে। নদীতে জলস্তর বেশি থাকলে পাঙাশের মতো আরও বড় মাছ ধরা পড়বে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। বেশ কয়েক দিন পর এত বড় পাঙাশ মাছ উদ্ধার হওয়ায় তাঁরাও খুশি।