Bangladesh Crisis

বৃহস্পতিবারই অন্তর্বর্তী সরকার গঠন, রাতে শপথ নেবেন ইউনূস, জানালেন বাংলাদেশের সেনাপ্রধান

হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর এখনও বাংলাদেশে কোনও অন্তর্বর্তী সরকার গঠিত হয়নি। বৃহস্পতিবার রাতের মধ্যে সরকার গঠনের চেষ্টা চলছে, জানালেন সেনাপ্রধান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৪ ১৮:২৪
Share:

(বাঁ দিকে) মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান (ডান দিকে)। —ফাইল চিত্র।

বৃহস্পতিবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হবে, সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন মুহাম্মদ ইউনূস। তাঁকেই প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিতে পারেন ইউনূস।

Advertisement

সাংবাদিক বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান বলেন, ‘‘ইউনূস বৃহস্পতিবার দুপুরে আসবেন। আমরা সকলে তাঁকে সরকার গড়তে সাহায্য করব। আশা করছি, সব ভাল হবে। আমরা এখন চমৎকার পরিবেশে কাজ করছি। আপনারা কেউ গুজবে কান দেবেন না। নিজেরাও গুজব ছড়াবেন না।’’ সরকার গঠন প্রসঙ্গে সেনাপ্রধান আরও বলেন, ‘‘বৃহস্পতিবারই যাতে সরকার গঠিত হতে পারে, আমরা তার যথাসাধ্য চেষ্টা করছি। ইউনূস দুপুর ২.১০ নাগাদ দেশে আসবেন। ৪০০ জনের উপস্থিতিতে রাত ৮টা নাগাদ সরকারের শপথগ্রহণ হতে পারে।’’

হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে অরাজকতা শুরু হয়েছে। দেশের পুলিশ কর্মবিরতির ডাক দিয়েছে। সে প্রসঙ্গে সেনাপ্রধান বলেছেন, ‘‘পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। আশা করি, পুলিশের মনোবল ফিরবে। তারা দায়িত্ব পালন করবে। সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে রয়েছে। আমরা সকলে মিলে কাজ করব এবং সুন্দর ভবিষ্যৎ দেশকে উপহার দেব।’’

Advertisement

দেশের বিভিন্ন অংশে পুলিশের অনুপস্থিতিতে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে বলে অভিযোগ। সে প্রসঙ্গে সেনাপ্রধানকে প্রশ্ন করা হলে তিনি জানান, এখন পরিস্থিতি অনেক শান্ত। কোথাও কোথাও অশান্তির ঘটনা ঘটেছে। যার নেপথ্যে কিছু কারণও রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

হাসিনার পদত্যাগের পর সাংবাদিক বৈঠক করে সেনাপ্রধান জানিয়েছিলেন, সেনাবাহিনী আপাতত বাংলাদেশের পরিচালনার দায়িত্ব নিচ্ছে। তাদের অধীনে তৈরি হবে তদারকি সরকার। এর পর রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনীর তিন প্রধান বৈঠক করেন এবং সেখানেই ইউনূসের নেতৃত্বে সরকার গড়ার সিদ্ধান্ত হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement