আর ঘুড়ি উড়বে না পাকিস্তানে। প্রতিনিধিত্বমূলক ছবি।
ঘুড়ি ওড়ানোয় পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হল পাকিস্তানে। শুধু ঘুড়ি ওড়ানোই নয়, ঘুড়ি বানালেও শাস্তির মুখে পড়তে হবে। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কেউ যদি এই নির্দেশ অমান্য করেন, তা হলে তাঁর পাঁচ বছরের জেল হবে। এমনকি ২০ লক্ষ টাকা জরিমানাও করা হতে পারে।
সামনেই ঘুড়ি ওড়ানোর উৎসব। তার আগেই পাকিস্তানের পঞ্জাব প্রদেশের এই সিদ্ধান্তে শোরগোল পড়ে গিয়েছে। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, ঘুড়ির ওড়ানোয় নিষেধাজ্ঞার বিষয়ে মঙ্গলবার আইন পাশ হয়েছে সেখানে। পঞ্জাব প্রদেশই নয়, এর আগে লাহোরেও ঘুড়ি ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়।
সংবাদ সংস্থা এপি-র প্রতিবেদন বলছে, পাকিস্তান মুসলিম লিগ পার্টির বিধায়ক মুজতাবা সুজা উর রহমান পঞ্জাব বিধানসভায় এই সংক্রান্ত একটি বিল পেশ করেন। সেই বিলে সম্মতি দিয়েছেন অধিকাংশ বিধায়কই। ঘুড়ি ওড়ানোর সময় লাহোরে ২০০৫ সালে ১১ জন আহত হয়েছিলেন। তার পরই পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয় সেখানে। এ বারও পঞ্জাব প্রদেশের সেই নিরাপত্তার প্রশ্ন তুলে ঘুড়ি ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হল বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি।