ডোরিয়ানের দাপটে বিপর্যস্ত বাহামা

Advertisement

সংবাদ সংস্থা 

ফ্রিপোর্ট (বাহামা) শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১৮
Share:

বিপর্যয়: ডোরিয়ানের প্রভাবে বিধ্বংসী বন্যায় ডুবছে গাড়ি। মঙ্গলবার বাহামার ফ্রিপোর্টে। এপি

বিধ্বংসী হারিকেন ডোরিয়ানের তাণ্ডবে তছনছ বাহামা দ্বীপপুঞ্জ। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর-পশ্চিম বাহামার অ্যাবাকো ও গ্র্যান্ড বাহামায় মারাত্মক আকার নিয়েছে বন্যা। ইতিমধ্যেই বিভিন্ন বাড়ির তিন তলা পর্যন্ত জল উঠেছে। প্রায় ৭০ হাজার বাসিন্দা এই বিপর্যয়ের শিকার। অধিকাংশই আটকে পড়েছেন বাড়ির চিলেকোঠায়। ছ’ফুট জলের তলায় গ্র্যান্ড বাহামা বিমানবন্দরও। অন্তত দু’টি আশ্রয় শিবিরও ভেসে গিয়েছে বন্যার জলে। বাহামা প্রশাসন সূত্রের খবর, অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে এই ঝড়ে দাপটে। জখম ২১ জনকে উদ্ধার করেছে মার্কিন উপকূলরক্ষী বাহিনী। পুয়ের্তো রিকোয় ডোরিয়ানের প্রভাবে মৃত অন্তত এক জন।

Advertisement

বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস জানিয়েছেন, দেশ এক ঐতিহাসিক ট্র্যাজেডির মধ্যে পড়েছে।

ইতিমধ্যেই ডোরিয়ানের আশঙ্কায় ফ্লরিডা, জর্জিয়া ও দক্ষিণ ক্যারোলাইনা থেকে সরানো হয়েছে লক্ষাধিক মানুষকে। বন্ধ রাখা হয়েছে বিভিন্ন বিমানবন্দরও। অধিকাংশ উড়ানও বাতিল করা হয়েছে।

Advertisement

এই বিপর্যয়ে বাহামার পাশে দাঁড়িয়েছে কমনওয়েলথভুক্ত দেশগুলি। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের তরফে জরুরি ভিত্তিতে খাবার ও চিকিৎসার সরঞ্জাম পাঠানো হচ্ছে বিপর্যস্ত অঞ্চলে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত গোষ্ঠী জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়াই তাদের অগ্রাধিকার।

মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার শেষ রাত থেকে বুধবার সন্ধেয় মধ্যে ফ্লরিডা ও জর্জিয়া ঢুকে পড়তে পারে। দক্ষিণ ক্যারোলাইনার উপকূলে বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে আছড়ে পড়তে পারে বলেও পূর্বাভাস।

এ দিকে ডোরিয়ান নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা ডোরিয়ানকে ‘ক্যাটিগরি ৫’-এর আওতাভুক্ত করলেও ট্রাম্প জানিয়েছেন, এ ধরনের কোনও স্তরের কথা তাঁর জানা নেই। পরে অবশ্য বিশেষজ্ঞরা ডোরিয়ানকে ‘ক্যাটিগরি ৪’-এর আওতাভুক্ত করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement