International News

শ্রীনিবাস খুনে অবশেষে মুখ খুলল হোয়াইট হাউস

কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ারকে গুলি করে খুনের ঘটনায় অবশেষে মুখ খুলল হোয়াইট হাউস। শ্রীনিবাস কুচিভোটলার হত্যাকাণ্ড নিয়ে গত এক সপ্তাহ তোলপাড় চলা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নীরবই ছিল। কিন্তু মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সচিব সিয়ান স্পাইসার এক সাংবাদিক বৈঠকে বিষয়টির উল্লেখ করলেন এবং কানসাসের পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যা দিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৫২
Share:

কানসাসের ঘটনা উদ্বেগজনক, মন্তব্য হোয়াইট হাউসের প্রেস সচিবের। ছবি: রয়টার্স।

কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ারকে গুলি করে খুনের ঘটনায় অবশেষে মুখ খুলল হোয়াইট হাউস। শ্রীনিবাস কুচিভোটলার হত্যাকাণ্ড নিয়ে গত এক সপ্তাহ তোলপাড় চলা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নীরবই ছিল। কিন্তু মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সচিব সিয়ান স্পাইসার এক সাংবাদিক বৈঠকে বিষয়টির উল্লেখ করলেন এবং কানসাসের পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যা দিলেন।

Advertisement

সম্প্রতি আমেরিকার বিভিন্ন অংশে ইহুদি কমিউনিটি সেন্টারগুলি আক্রান্ত হচ্ছে। সেই বিষয়েই প্রশাসনের বক্তব্য তুলে ধরছিলেন সিয়ান স্পাইসার। তার মাঝেই তিনি ছুঁয়ে যান কানসাস প্রসঙ্গ। মার্কিন নৌসেনার এক প্রাক্তন কর্মী সেখানে যে ভাবে একটি বারে ঢুকে ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলাকে গুলি করে খুন করেছেন, সে নিয়ে স্পাইসার উদ্বেগ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলিকে ডিঙিয়ে যেতে আমি চাই না। কিন্তু আগের দিন আমাকে কানসাসে গুলিচালনার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। বিষয়টি ক্রমশ স্পষ্ট হচ্ছে, প্রাথমিক ভাবে কানসাস থেকে যে খবর আসছে তা সমপরিমাণে উদ্বেগজনক।’’ অর্থাৎ স্পাইসার বলতে চেয়েছেন, ইহুদিদের উপর হামলার ঘটনা যতটা উদ্বেগজনক, কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ারকে খুনের ঘটনায় মার্কিন প্রশাসনের উদ্বেগ তার চেয়ে কোনও অংশে কম নয়।

বিচারের অপেক্ষায় শ্রীনিবাসের স্ত্রী সুনয়না দুমালা। —ফাইল চিত্র।

Advertisement

আমেরিকার ভারতীয় দূতাবাস কিন্তু শ্রীনিবাস কুচিভোটলার হত্যাকাণ্ডকে মোটেই হালকা ভাবে নিচ্ছে না। মার্কিন বিদেশ দফতরে ডিমার্শে পাঠিয়ে ভারতীয় দূতাবাস উদ্বেগ ব্যক্ত করেছে। দ্রুত এই ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে। ডেমোক্র্যাট নেত্রী হিলারি ক্লিন্টন প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন।

আরও পড়ুন: বড় ছেলে ফিরল কফিনে! মানতে পারছে না পরিবার

গত বুধবার রাতে কানসাসের একটি বারে এই গুলিচালনার ঘটনা ঘটেছিল। অ্যাডাম পিউরিটন নামে মার্কিন নৌসেনার এক অবসরপ্রাপ্ত কর্মী ওই বারে গিয়ে শ্রীনিবাস কুচিভোটলা এবং অলোক মাদাসানির সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। তাঁদের বর্ণবিদ্বেষী গালিগালাজ করেন। তার পর গুলি চালান। শ্রীনিবাসের মৃত্যু হয়। মাদাসানি জখম অবস্থায় চিকিৎসাধীন।

সোমবার রাতে শ্রীনিবাসের দেহ পৌঁছেছে তাঁর হায়দরাবাদের বাড়িতে। আজ, মঙ্গলবার তাঁর শেষকৃত্যও সম্পন্ন হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement