International News

রেনেসাঁর দেশে ফার্স্ট লেডিকে বয়স নিয়ে বিদ্রূপ

ফের লিঙ্গবৈষম্যের নজির ফ্রান্সে। আবারও ফরাসিদের শ্লেষ, কটুক্তি, ব্যঙ্গের তির ধেয়ে এল প্রেসিডেন্ট এমানুয়েল মাকরেঁর স্ত্রী ব্রিজিটের দিকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মে ২০১৭ ১৬:৩৫
Share:

সস্ত্রীক ফরাসি প্রেসিডেন্ট।

ফের লিঙ্গবৈষম্যের নজির ফ্রান্সে। আবারও ফরাসিদের শ্লেষ, কটুক্তি, ব্যঙ্গের তির ধেয়ে এল প্রেসিডেন্ট এমানুয়েল মাকরেঁর স্ত্রী ব্রিজিটের দিকে।

Advertisement

অপরাধ?

তাঁর প্রেসিডেন্ট স্বামীর চেয়ে বয়সে তিনি ২৫ বছরের বড়।প্রেসিডেন্ট ৩৯। তাঁর স্ত্রী ব্রিজিট ৬৫। আর ব্রিজিটের প্রথম পক্ষের কন্যা টিফানি আজুরির বয়স ৩২। মানে, প্রেসিডেন্ট বাবা তাঁর মেয়ের চেয়ে মাত্র ৭ বছরের বড়। নির্বাচনী প্রচারের সময় থেকেই তাঁদের দিকে বার বার ধেয়ে এসেছে আপত্তিকর প্রশ্ন। সব আলোচনারই ‘ফোকাস’ ছিলেন ব্রিজিট। কী ভাবে স্বামী, সংসার ছেড়েছুড়ে বয়সে ২৫ বছরের ছোট এমানুয়েলকে বিয়ে করতে পারলেন ব্রিজিট, সেই কৌতূহল যে এখনও কমেনি, প্রমাণ করল ফ্রান্সের একটি ব্যঙ্গচিত্রধর্মী ম্যাগাজিন ‘শার্লে এবদো’। তার সাম্প্রতিক সংখ্যার প্রচ্ছদে এমন একটি ব্যঙ্গচিত্র ছাপা হয়েছে, যার পক্ষে-বিপক্ষে রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধানকে খোঁচা দিয়ে ছাপা হয়েছে এমানুয়েল-ব্রিজিটের ছবি। যার ক্যাপশন- ‘হি ইজ গোয়িং টু ওয়ার্ক মিরাক্যালস!’ (উনি (ফরাসি প্রেসিডেন্ট) একটি অভূতপূর্ব ঘটনা ঘটাতে চলেছেন)। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ ব্রিজিটকে ‘বুড়ি-খুকি’ও বলেছেন!

Advertisement

গোটা ঘটনায় যথেষ্টই বিব্রত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাকরঁ বলেছেন, ‘‘এতে অপরাধটা কোথায়? আমি যদি আমার স্ত্রীর চেয়ে বয়সে ২০ বছর বড় হতাম, তা হলে তা নিয়ে কেউ এক সেকেন্ডও ভাবতেন না। কেউ এক বারও বলতেন না, এটা আবার হয় নাকি? কিন্তু যেহেতু স্ত্রী আমার চেয়ে বয়সে ২০ বছরেরও বেশি বড়, তাই সবাই বলছেন, এই সম্পর্কটা হতেই পারে না।’’


নতুন ফরাসি প্রেসিডেন্টের স্ত্রী ব্রিজিট

রুশো, ভলতেয়ার, পিকাসোর দেশ, ফরাসি বিপ্লবের দেশ, রেনেসাঁর দেশ ফ্রান্সে কেন এমন হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সর্বত্রই।

পরিসংখ্যান বলছে, শিল্পোন্নত ‘জি-২০’ জোটের অনেক দেশেই রাষ্ট্রপ্রধানদের স্বামী-স্ত্রীর বয়সের ফারাকটা এমানুয়েল-ব্রিজিটের চেয়ে অনেকটাই বেশি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা আর তাঁর স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান ৩৮ বছর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়ার বয়সের ব্যবধান ২৪ বছর। ব্রাজিলের মিশেল তেমার দম্পতির বয়সের ফারাকটা ৩৩ বছরের। আর্জেন্টিনা, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানির রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রেও এই ব্যবধানটা যথেষ্টই।

আরও পড়ুন- কেজরীকে কলার ধরে জেলে নিয়ে যাব, বলেই অজ্ঞান কপিল

কিন্তু এ ব্যাপারে যতটা বিদ্রূপে বিদ্ধ হয়েছেন এমানুয়েল-ব্রিজিট, আর কেউ ততটা হননি।?

ব্রিজিটের প্রথম পক্ষের কন্যা টিফানি আজুরির কথায়, ‘‘এমানুয়েল যে হই হই করে জিতেছেন, এটা অনেকেরই সহ্য হচ্ছে না। হিংসে হচ্ছে। তাই এই সব বলা হচ্ছে। যাঁরা আমার মাকে নিয়ে এই সব বলছেন, তাঁদের আমি ঘৃণা করি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement